বিনোদন

“স্ত্রীর করা গার্হস্থ্য হিংসার অভিযোগ সব মিথ্যে!” অভিযোগ নিয়ে মুখ খুললেন হানি সিং

বলিউডের একজন অতি জনপ্রিয় গায়ক হলেন হানি সিং। খুব সময়ের মধ্যে তিনি বলিউডে একটি ভালো জায়গা করে নিয়েছিলেন। খুব কম সময়ের মধ্যেই ইউটিউবার থেকে হানি হয়ে উঠেছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রথম সারির গায়কদের মধ্যে এক জন। তিনি বহু হিট গান দর্শকদের উপহার দিয়েছেন। তার গানে যেন সকল যুবকদের পা নেচে ওঠে।

তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, ভারতীয় গায়ক ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী শালিনী তালওয়ার। মামলায় হানি সিংয়ের বিরুদ্ধে যৌন ও মানসিক অত্যাচার, পারিবারিক সহিংসতা, একাধিক নারীর সাথে সম্পর্ক এবং আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

বলিউডের আনাচে কানাচে কান পাতলেই এরকম নানান খবর জানতে পারা যায়। এটাই প্রথম নয় গার্হস্থ্য হিংসার মামলা। বহু প্রভাবশালী তারকা এমন অভিযোগের মধ্যে দিয়ে গিয়েছেন। তবে, হানি সিং এর বিরুদ্ধে এমন গার্হস্থ্য হিংসার অপবাদ তার শ্রোতাদের মনে যথেষ্ট ঠেস পৌঁছেছে। তবে কি কারণে এমনটা ঘটেছে তা এখনো জানা যায়নি।

ইয়ো ইয়ো হানি সিং ও তার স্ত্রী শালিনী তালওয়ার ছোটবেলা থেকেই বেশ পরিচিত। প্রসঙ্গত তারা বিয়ে করেন ২০১১ সালে। তবে আগে তার অনুরাগীরা জানতেন না যে তিনি বিবাহিত। তবে ২০১৪ সালে একটি একটি গানের রিয়্যালিটি শো অনুষ্ঠানে তার স্ত্রীকে আনেন। দীর্ঘ বছরের সম্পর্কে এবার এলো ভাটা। তার স্ত্রীর অভিযোগে আদালত থেকে হানি সিংয়ের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যেখানে তাকে ২৮ আগস্টের মধ্যে এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে।

স্ত্রীর করা অভিযোগ নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন হানি সিং। তিনি এক দীর্ঘ বার্তায় লিখেছেন “আমার বিরুদ্ধে এবং আমার পরিবারের বিরুদ্ধে বিগত ২০ বছরে আমার সঙ্গিনী তথা স্ত্রী শালিনী তলওয়ার মিথ্যে অভিযোগ আনার জন্য আমি ব্যথিত। এতদিন নিজের গান নিয়ে সমালোচনা, স্বাস্থ্য নিয়ে গুজব, নেতিবাচক মিডিয়া কভারেজ নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলিনি। তবে এবারে মুখ খুলতে বাধ্য হচ্ছি। কারণ এবার আমার বৃদ্ধ বাবা-মা ও ছোট বোনকে আক্রমণ করা হচ্ছে। তাঁরা কঠিন সময় আমার পাশে ছিলেন। অভিযোগগুলি নিন্দনীয় এবং অসম্মানজনক’।”

তিনি আরো লিখেছেন তাঁর সঙ্গে যাঁরা কাজ করেছেন সকলেই তাঁর স্ত্রীর সম্পর্কে জানেন। ১৫ বছর ধরে তিনি দেশের একাধিক শিল্পী ও সংগীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন। সকলেই তাঁর ও তাঁর স্ত্রীর সম্পর্কে জানেন। কারণ এক দশকেরও বেশি সময় ধরে শালিনী তাঁর টিমের অন্যতম সদস্য। একসঙ্গেই শ্যুটিং, রেকর্ডিং, মিটিং করতেন তাঁরা। শালিনীর অভিযোগগুলিকে সম্পূর্ণ মিথ্যে ও অসম্মানজনক হিসেবে ব্যাখ্যা করেন হানি সিং। এবিষয় কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন কারণ বিষয়টি আদালতে বিচারাধীন। দেশের বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন এবং তিনি নিশ্চিত, শীঘ্রই সত্য বেরিয়ে আসবে।

Back to top button