কেন বিরাট কোহলিকে বিয়ে করেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলিকে বিয়ে করে বেশ সুখেই রয়েছেন।লকডাউনে স্বামী বিরাট কোহলির সঙ্গে বেশ মজা করে দিন কাটিয়েছেন অনুষ্কা শর্মা। একসঙ্গে ক্রিকেটও খেলেছেন এই দম্পত্যি। কিন্তু এতো কম বয়সে কেন বিয়ে করলেন অনুষ্কা শর্মা? আর কেনই বা বিরাট কোহলিকেই তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিতে দেখা যায় বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে।
অনুষ্কা শর্মা বলেন, দর্শকেরা সবসময় তারকাদের বড় পর্দায় দেখতে বেশি পছন্দ করেন । তবে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকেরা বেশি মাথা ঘামান না। আর আমি একজন অভিনেত্রীর তুলনায় কম বয়সে বিয়ে করার কারণ হলো,আমি বিরাটের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলাম । আর একটি সম্পর্ক বেশিদূর এগিয়ে নিয়ে যায় বিয়ে। কারণ, বিয়ে এমন একটা জিনিস যা সাত জন্মের বন্ধন ।
বিরাটের সম্পর্কে অনুষ্কা শর্মা বলেন, ‘বিরাটের সততাকে আমি বেশ শ্রদ্ধা করি। কারণ, আমিও সততার পথে চলতেই বেশি পছন্দ করি।অভিনেত্রীর মত, বিরাটকে পেয়ে আমি বেশ সুখী। তিনি আরো বলেন, একজন পুরুষ যদি বিয়ের পর অভিনয় করতে ভয় না পায়। তাহলে একজন নারী কেন ভয় পাবে।আমি আমার জীবনের সুন্দর মুহূর্ত গুলি উপভোগ করতে ক্যারিয়ারও নষ্ট করতে পারি। তাই বিরাটকে বিয়ে করতে আমার কোনোরকম সমস্যা হয়নি। আর এখনো হচ্ছে না।







