স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের নায়ক আসলে কে? রইল তার পরিচয়

স্টার জলসায় সবেমাত্র শুরু হয়েছে নতুন একটি সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। আর পাঁচটা কুটকাচালীমূলক সিরিয়াল নয়, দর্শকদের মধ্যে যারা এতদিন ধরে নিখুঁত বিনোদনের অপেক্ষায় ছিলেন তাদের আশা পূরণ করল এই নতুন ধারাবাহিক। আছে দুই কিশোর-কিশোরীর দস্যিপনায় মোড়া ভালবাসার গল্প।
এই ধারাবাহিকে মানিক চরিত্রটিতে যিনি অভিনয় করছেন তিনি টেলিভিশনের পর্দায় একেবারেই নতুন মুখ। অথচ এই কিশোর অভিনেতার অভিনয় দেখে তা বোঝার উপায় নেই। দুষ্টু, পড়াশোনা লাটূ তুলে দিয়ে সারাক্ষণ নিজেকে পৃথ্বীরাজ ভেবে দলবল নিয়ে পাড়া থেকে স্কুলবাড়ি মাথায় তোলে সে। এই চরিত্রটিতে যিনি অভিনয় করছেন তার নাম সুকৃত বসু।
বাংলা টেলিভিশনে এর আগে কখনও দেখা যায়নি তাকে। তবে তিনি কিন্তু বাংলা সিরিয়ালে পা রাখার আগেই অভিনয় জগতে অভিষেক ঘটিয়ে ফেলেছিলেন। সুকৃতকে হইচইয়ের ওয়েব সিরিজে আগেই দেখেছেন দর্শকরা। তবে স্টার জলসার এই সিরিয়ালটি টেলিভিশনে তার প্রথম ব্রেক। অয়ন্যা চ্যাটার্জীর বিপরীতে সুকৃত বসুর অভিনয় দর্শকদের মনে দাগ কাটতে শুরু করেছে প্রথম দিন থেকেই। দুষ্টু মানিকের ভূমিকায় শুরু থেকেই অসাধারণ অভিনয় করছেন তিনি।
‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এর এই দুই খুদে তারকাকে নিয়ে এখন বেশ আশাবাদী দর্শকরা। তারা অনুমান করছেন এই ধারাবাহিকের গল্পটিও বেশ আলাদা হবে।