বিনোদন

কার প্রেমে পড়তে চাচ্ছেন না অভিনেত্রী দর্শনা বণিক! দেখুন ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দর্শনা বণিক। বড় পর্দায় আসার আগে কলকাতায় ফ্যাশন দুনিয়ায় পা রাখেন এই অভিনেত্রী। নিজের পরিশ্রমের ফলে আজকের জায়গাটা তৈরি করেছেন এই অভিনেত্রী। ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে, কিন্তু বর্তমানে টলিউডের একজন হট অভিনেত্রী দর্শনা বণিক। তাঁর মিষ্টি হাসি আর চোখের দৃষ্টিতে বহু পুরুষ ঘায়েল। পরিচালক অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের পরিচালিত ‘জোজো’ সিনেমা দিয়ে বাংলা সিনেমা জগতে পথ চলা শুরু করেন দর্শনা।

অল্প সময়ের মধ্যে বেশ প্রশংসা লাভ করেন অভিনেত্রী। তিনি শুধুমাত্র বাংলা সিনেমাতেই নয়, তেলেগু ছবি ‘আতাগাল্লু’ তে অভিনয় করেছেন। এরপর অয়ন চক্রবর্তীর তেলেগু ছবি ‘ষড়রিপু ২- জতুগৃহ’ তে অভিনয় করেছেন। এরপর দক্ষিণী ছবি ইয়ারাক্কম আঞ্জেলের ছবিতে প্রধান চরিত্রে কাজ করেছেন এই বঙ্গ তনয়া।মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে টেলিভিশনের একজন জনপ্রিয় নায়িকা দর্শনা। ২০২০ র আনন্দলোক পূজাবার্ষিকীতে দর্শনার ফটোশ্যুট বেশ প্রশংসনীয়। তবে দরবার অভিনয় সকলের মনে জায়গা করে নিয়েছে। প্রতিটি সিনেমাতে আলাদা আলাদা রকম চরিত্র তৈরি করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Darshana Banik (@darshanabanik)

সম্প্রতি ইউটিউবে তাঁর একটি নতুন ভিডিও মুক্তি পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাঝে মাঝে তবো দেখা পাই’ এই গানটিই মিউসিক ভিডিওতে রূপান্তরিত করা হয়। গানে কণ্ঠ দিয়েছিলেন অরিন্দম চট্যোপাধ্যায়। গানটিতে দর্শনের বিপরীতে অর্জুনকে অভিনয় করতে দেখা যায়। বেশ রোম্যান্সও ছিল গানটিতে, শুধু রোম্যান্সই নয় তাঁর সাথে সাথে ছিল বেদনা, বিচ্ছেদ ও মৃত্যুর পর আবার মিল হওয়া।

অভিনয়ের ব্যস্ত জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের মডেলিং ও ফ্যাশনের ভিডিও ও ছবি শেয়ার করতে থাকেন। আবার কখনও উন্মুক্ত বক্ষ আর খোলা চুলের লাস্যময়ী রূপে নজর করেছেন দর্শকদের। কিন্তু এরই মধ্যে তিনি বলে উঠলেন প্রেমে পড়া বারণ। কিন্তু কেন? তবে এর উত্তর এখনো জানা যায় নি। অহ্নি৯নেত্রী কিন্তু সিরিয়াস ভাবে কথাটা বলেননি। এটি একটি রিল ভিডিও যেখানে অভিনেত্রী ‘প্রেমে পড়া বারণ’ গানে ভিডিও করলেন। কিন্তু অভিনেত্রী আদৌ প্রেম করেন কি না তা নিয়ে এখন নিশ্চিত হওয়া যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Darshana Banik (@darshanabanik)

Back to top button