বিনোদন

জন্মদিনে মেয়ে সোনমকে খোলা চিঠিতে যা লিখলেন অনিল কাপুর

৯ জুন ছিল অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরের জন্মদিন। কিন্তু এ দিনে মন ভালো ছিল না অনিলের। মেয়ের জন্মদিনে তাই একটি চিঠি লিখলেন বাবা।

আসলে এই মুহূর্তে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে রয়েছেন সোনম। সঙ্গে রয়েছে ছেলে বায়ু। গত আগস্টে মা হয়েছেন সোনম। মা হওয়ার পর এটাই অভিনেত্রীর প্রথম জন্মদিন। আর সেই বিশেষ দিনেই বাবার থেকে অনেকটা দূরে রয়েছেন পর্দার নীরজা।

তাই অভিনেতা লিখেছেন, আমার হৃদয়ের একটা বড় অংশ আজ লন্ডনে রয়েছে এবং আমি ওকে খুব মিস্‌ করছি। সোনম, তুমি না থাকলে আমাদের বাড়িটা খালি মনে হয়। তোমাকে, আনন্দকে এবং আমাদের প্রিয় বায়ুকে খুব মিস্‌ করছি।

আরও লিখেছেন- তোমাকে মনে করতে তোমার সবচেয়ে প্রিয় কাজটাই আমি করছি— শুটিং ফ্লোরে রয়েছি। খুব জলদি ফিরে এসো।

বাবার এই আবেগঘন পোস্টের জবাবে সোনম লিখেছেন, বাবা, আমি তোমাকে ভালোবাসি।

Back to top button