পরনে ট্রান্সপারেন্ট পোশাক,শুন্যে ঝুলছে অভিনেত্রী জ্যাকলিলের শরীর! দেখুন ভাইরাল ছবি

বলিউডের একজন জনপ্রিয় এবং লাস্যময়ী অভিনেত্রী হলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। শ্রীলংকার মডেল জ্যাকলিন ফার্নান্ডেজ খুব অল্প সময়ের জন্য্য বলিউডে কাজ করেছিলেন।আর অতি অল্প সময়ের মধ্যে নামও করেছিলেন ছিলেন বলিউডে।২০০৯ সালে ‘আলাদীন’ সিনেমার অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘কিক’, ‘হাউসফুল’,’মাডার ২’ প্রমুখ সিনেমাতে অভিনয় করেছেন। মডেলিংয়ের মাধ্যমে নিজের জীবন ক্যারিয়ার শুরু করেন জ্যাকলিন।
বলিউডে তার জনপ্রিয়তা কিছু অংশে কম নয়। সালমান খানের সঙ্গে খুব শীঘ্রই জ্যাকলিন কিক-২ সিনেমাতে অভিনয় করবেন। এ ছাড়াও তাঁকে অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কমেডি ছবি ‘বচ্চন পান্ডে’ তে অভিনয় করতে দেখা যাবে। বর্তমানে তিনি ‘ভুত পুলিশ’ এ কাজ করছেন। ভুত পুলিশ ছবিতে অভিনয় করতে করছেন সইফ আলী খান, অর্জুন কাপুর এবং আমি গৌতমকে। জ্যাকলিন সম্ভবত ২০০৬ সালে শ্রীলংকায় মিস ইউনিভার্স হয়েছিলেন এবং সেই বছরই দেশের হয়ে প্রিতিনিধিত্ত করেছিলেন।
View this post on Instagram
২০২১ সালে অভিনেত্ৰী ক্যালেন্ডার ফটোশুটে অংশগ্রহণ করেন। আর সেখানে প্রথমও হয়েছিলেন। এই ফটোশুটে অভিনেত্রীর লুক সকলকে চমকে দিয়েছিল। পরনে ছিল সাদা লেহেঙ্গা,সঙ্গে নীল রঙের পাখনা যা সত্যি চমক ছিল। শ্রীলঙ্কা সুন্দরীর নীল পরীর এই লুক বেশ সকলের ভালো লাগে।আগের বছর অভিনেত্রী জ্যাকলিনের একটি ছবি ভাইরাল হয়, সেখানে দেখা গিয়েছিল অভিনেত্রী সাদা কালোতে বিনা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছিলেন।
কাজের পাশাপাশি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। ফ্যানেদের ধরে রাখতে জানেন অভিনেত্রী। সম্প্রতি নায়িকা লাস্যময়ী বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন। তার সারির ঢাকা ট্রান্সপারেন্ট পোশাকে আর তার সাথে ১৮০ ডিগ্রি ঘুরে শুন্যে ঝুলছেন। সাদা জামায় ঢাকা জ্যাকলিনের শরীর। এইভাবে ফটোশুটের মাধ্যমে হট অবতারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। মুহূর্তেই ভাইরাল তার এই পোস্ট।
View this post on Instagram