ভাইরাল সুশান্ত-সারার ধূমপানের ভিডিও, তাহলে কি এবার ফেঁসে গেলেন নায়িকা?
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত কাণ্ডের জেরেই উঠে এসেছে বলিউডে ড্রাগ নেয়া সেলিব্রেটিদের নামও।তবে এবার প্রকাশ্যে সুশান্ত-সারার একটি ভিডিও। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ওই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘সুশান্ত সারাকে নিয়ে তার পাবনা ফার্মহাউসের ব্যালকুনিতে গল্প করছেন। সেই সঙ্গে দেখা যাচ্ছে সুশান্ত ধূমপান করছেন ও সারা সিগারেট হাতে নিয়ে আছেন।’
এই ভিডিও প্রকাশ্যে আসার পর ধারণা করা হচ্ছে যে, ড্রোন দিয়ে এই ভিডিও ধারণ করা হয়েছে। তবে এটা সত্যি ঠিক কি না এবার এই নিয়ে খতিয়ে দেখবে এনসিবি।সেই সঙ্গে নাকি বলিউড অভিনেত্রী সারা আলী খানকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ‘কেদারনাথ’ সিনেমার শুটিংয়ের সময় নাকি সুশান্ত ও সারা সম্পর্কে জড়িয়েছিলেন। একসঙ্গে নাকি ব্যাংককে ঘুরতেও গিয়েছিলেন।সেখানে গিয়ে নাকি ৩দিন একটি ঘরে বন্দি ছিলেন সুশান্ত-সারা । তারপর সেখান থেকে ফিরে এসে নাকি তাদের বিচ্ছেদ হয়ে যায়।