‘ভ্যালেন্টাইন্স ডে’ হলো আমার কাছে সেরা অকাজের দিন : মধুমিতা সরকার

টলিউডের অন্দরে এখন একটাই গুঞ্জন আর সেটা হলো টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রেম করছেন নাকি সিঙ্গল রয়েছেন ? তাকে নিয়ে শোনা যাচ্ছে বিভিন্ন গুঞ্জন কেউ বলছে তিনি এখন সিঙ্গল রয়েছেন আবার কেউ বলছেন যে তিনি প্রেম করছেন তার এক সাহা অভিনেতার সাথে যিনি সদ্য যোগ দিয়েছেন রাজনীতিতেও। আর এই বিষয়ে মধুমিতা কি বলছেন জানেন কি ?
গতকাল ১৪ ফেব্রুয়ারী এক দিকে ভালোবাসার দিন অপরদিকে রবিবাসরীয় ছুটি। গোটা শহর যেন সেজে উঠেছিল ভালোবাসার উৎসবে। রাস্তায় যুগলের হাত আর রেস্তোরায় উপচে পড়া ভিড় হার মানিয়েছে করোনা আতঙ্ককে। গতকাল সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষরা যখন ব্যস্ত তাদের ভালোবাসার মানুষটিকে নিয়ে তখন মধুমিতা ইনস্টাগ্রাম লাইভ হাজির হন একদম নো মেকাপ লুক নিয়ে। আর লাইভ এসেই তিনি বলতে শুরু করে দেন ““প্রথম বার ইনস্টা লাইভ এসেছি। জানি না কী ভাবে কাজ করে। বুঝতেও পারছি না কখন থেকে সবাইকে দেখতে পারব। ” মধুমিতা আরো বলেন ” অনেক দিন ধরেই সবাই বলছিলে লাইভে আসতে। আজ এসে গেলাম। ভ্যালেন্টাইনস ডে’র থেকে আমার জীবনে অকাজের দিন কী হতে পারে?”
ফ্যানেদের সাথে লাইভ চ্যাট সেশনে মধুমিতা বলেন “এই ভ্যালেন্টাইন্স ডে’র দিন যারা যারা আমার মতো সিঙ্গল রয়েছে, বাড়িতে বসে রয়েছ তাঁরা বরং আমার সঙ্গেই আড্ডা দাও”।সেই সময় তার ফ্যানেরা অনেকেই মন্তব্য করেছিলেন যে তিনি আগের থেকে মোটা হয়ে গেছেন আবার অনেকেই মন্তব্য করে জানিয়েছেন যে তিনি আগের থেকে চিকন হয়ে গেছেন। এরপর তার এক ফ্যান বলে যে নায়িকার চোখ একটু বেশি বড় বড় লাগছে সেই সময় মধুমিতা একটু রাগত স্বরেই বলেন ““এই আমি কিন্তু কোনও ফিল্টার ব্যবহার করিনি। চোখ আমার এমনিতেই একটু বড়”।
আর এসবের মাঝেই তার কাছে এক ফ্যান জানতে চান সেই অভিনেতার সম্পর্কে যার সাথে তার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর তখন মধুমিতা বলেন ““আমি নিজেই অবাক। শকড। আমার লাইফের থেকে রিউমারগুলো তো বেশি হ্যাপেনিং। মানুষের লাইফ যদি এত স্পাইসি হয় তা হলে তো ভালই হবে।”
প্রসঙ্গত বাংলায় একটা প্রচলিত কথা রয়েছে ‘যা রটে তা ঘটে’। মধুমিতা যদিও মুখে কিছু বলেননি তবে মধুমিতার ঘনিষ্ট এক অভিনেত্রীর কথা অনুযায়ী চিনি সিনেমার থেকেই ওই অভিনেতার সাথে মধুমিতার এটাচমেন্ট শুরু হয়ে গেছে যদিও এই বিষয়ে জানা যাবে সঠিক সময় হলেই।
View this post on Instagram