মা হওয়ার খবর নিয়েই তুমুল শোরগোল! বিচ্ছেদের পর আবার মুখোমুখি হতে চলেছেন নিখিল-নুসরত

বেশিরভাগ সময় তিনি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন নুসরত জাহান। নানা সময় নানান সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মা হওয়ার খবরে ভোরে গেছে। কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বিশ্ব পরিবেশ দিবসে নিজের ছবি শেয়ার করেছেন। বর্তমানে তার মা হওয়া নিয়েও সোশ্যাল মিডিয়ায় পরে গেছে শোরগোল।
নুসরতের অন্তঃসত্ত্বা খাওয়ার ঘটনায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান জল্পনার সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি কিছুদিন আগেই নুসরতের সাথে যশ দাশগুপ্তকে একসাথে একটি ছবিতে দেখা গিয়েছে। আর তাতেই আরো জটিল হয়ে যায় সেই ঘটনা। তার পাশাপাশি অনেকে মনে করছেন পরিচালক বীরসা দাশগুপ্তের আগামী ফিল্মে অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করছেন নুসরত! সেই কারণেই নিজের ‘বেবি বাম্প’ তৈরী করে প্রমোশন করছেন তিনি। আবার অনেকেই বলছেন যশ দাশগুপ্তের বিপরীতে অভিনয় করছেন নুসরত।
অপরদিকে নুসরতের স্বামী নিখিল তাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা নিয়তে মামলা করেছেন। নিখিল জানিয়েছেন, যেদিন তিনি জানতে পেরেছিলেন, নুসরত তাঁর সঙ্গে থাকতে চান না, সেদিনই তিনি দেওয়ানি মামলা দায়ের করেছিলেন। নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার পরে তিনি মামলা করেননি। আগামী 20 শে জুলাই নিখিল ও নুসরতের বিবাহ বিচ্ছেদের মামলার শুনানির তারিখ পড়েছে। বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে দুজনকেই উপস্থিত হতে হবে আলিপুর আদালতে।সেখানেই তারা একে ওপরের মুখোমুখি হতে চলেছেন।
অপরদিকে অভিনেত্রী নুসরত এখনো অবধি মা হওয়ার ব্যাপারটা মুখ খোলেননি বা কোনও বেবিবাম্পের ছবি শেয়ার করেননি। তবে নুসরত জাহান নাকি আগামী ১০ সেপ্টেম্বর সন্তান আসবে! তাহলে কি নুসরত নতুন বিজনেস ভেঞ্চার তৈরী করছেন যার উদ্বোধন হবে সেপ্টেম্বর মাসে? তার কারণ বিজনেস ভেঞ্চারও তো একটা নিজের সন্তানের মতোই! এখন শুধু অপেক্ষা করতে হবে সত্যি ঘটনা জানার জন্য।