বিনোদন

বহুদিন পর ছোট পর্দায় ফিরছেন ‘টুম্পা ঘোষ’? আসল সত্যিটা নিজেই জানালেন অভিনেত্রী

জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা পর্যন্ত সব চ্যানেলে একের পর এক নতুন বাংলা নাটক হাজির হয়েছে এবং তাদের সঙ্গে হাজির হয়েছে নতুন অভিনেতা-অভিনেত্রীরা। প্রায়শই আপনি দেখতে পান যে এই সমস্ত নতুন লোকেরা যে কোনও কারণেই পর্দা থেকে উধাও হয়ে যায়, তবে দর্শকরা এই প্রিয়জনকে ফিরে চায়। কিন্তু ফিরে না। আর তাই তাদের নিয়ে চলছে নানা গুজব। অমুক সিরিজে অভিনয় করবেন, অমুক ছবিতে অভিনয় করবেন।

সম্প্রতি জানা গেল অনেক বছর পর ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী টুম্পা ঘোষ। অভিনেত্রী এর আগে জি বাংলায় অভিনয় করলেও এবার তিনি জি বাংলার পরিবর্তে স্টার জলসায় অভিনয় করবেন। তবে কোন সিরিজটি উপস্থাপন করা হবে তা জানা যায়নি। এরই মধ্যে আবারও জানা গেল স্টার জলসায় প্রযোজনা প্রতিষ্ঠান যীশু উজ্জ্বল সেনগুপ্তের নতুন ধারাবাহিক আসছে।

দর্শকদের মনে প্রশ্ন জাগে— এই ধারাবাহিক দিয়ে কি আবার ফিরবেন? এ বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী নিজেই। তিনি এই সংস্থার সাথে কথা বলেননি। এই নতুন চাকরির অফার এখনো আসেনি তার কাছে। সবাই অবাক হয়ে প্রশ্ন করছে সে। আর এই নতুন ধারাবাহিকে এখানে নতুন কোনো অভিনেত্রী নেই টুম্পা।

উল্লেখ্য, প্রায় আট বছর আগে ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকের সুবাদে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী। এটি ছিল তার প্রথম কাজ। বেদেনি মলুয়ার কথা, অগ্নিজল, জয় কালী কলকাত্তাওয়ালি , রাঙিয়ে দিয়ে যাও ধারাবাহিকে দেখা গিয়েছিলো তাকে । তবে সোশ্যাল নেটওয়ার্কে বেশ সক্রিয় তিনি। সেখানে দেখা যাবে অভিনেত্রীকে।

Back to top button