বিনোদন
TRP: ১ নম্বরে নেই ‘মিঠাই’, টপার হল জনপ্রিয় এই ধারাবাহিক, দেখেনিন তালিকা

টিভির পাশাপাশি মানুষ এখন দীনবের বেশিরভাগ সময় কাটান OTT প্লার্টফর্মে আর সেখানেই নজর রাখেন তাদের পছন্দের ধারবাহিক গুলির উপর। আর সেই ধারবাহিক গুলি প্রতি সপথেই জনপ্রিয়তার নিরিখে লাভ করে রেটিং ,আর সেই রেটিং থেকেই জানা যায় এই মুহূর্তে কোন ধারবাহিক মানুষের মন জয় করছে আর কোন ধারবাহিক মানুষ দেখা বন্ধ করে দিচ্ছে।
চলুন তবে জেনে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।
প্রথম- গৌরী এলো (৮.2)
দ্বিতীয়- মিঠাই (৮.১)
তৃতীয়- গাঁটছড়া (৭.৮)
চতুর্থ- আলতা ফড়িং (৭.৭)
পঞ্চম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)
ষষ্ঠ- ধুলোকণা (৭.২)
সপ্তম- উমা (৬.৭)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.৩)
নবম- মাধবীলতা (৬.২)
দশম- খেলনা বাড়ি (৫.৯)