বিনোদন
TRP : পর্ণাকে সরিয়ে ঐশানির জয়জয়কার, এই সপ্তাহে শীর্ষে কোন সিরিয়াল? রইল সম্পূর্ণ তালিকা
টিভির পাশাপাশি মানুষ এখন দীনবের বেশিরভাগ সময় কাটান OTT প্লার্টফর্মে আর সেখানেই নজর রাখেন তাদের পছন্দের ধারবাহিক গুলির উপর। আর সেই ধারবাহিক গুলি প্রতি সপথেই জনপ্রিয়তার নিরিখে লাভ করে রেটিং ,আর সেই রেটিং থেকেই জানা যায় এই মুহূর্তে কোন ধারবাহিক মানুষের মন জয় করছে আর কোন ধারবাহিক মানুষ দেখা বন্ধ করে দিচ্ছে।
এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৬)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৮)
তৃতীয়- ফুলকি (৭.৩)
চতুর্থ- রাঙা বউ (৬.৭)
পঞ্চম- হরগৌরী পাইস হোটেল (৬.৬)
নিম ফুলের মধু (৬.৫)
বাংলা মিডিয়াম (৫.৯)
এক্কা দোক্কা (৫.৭)
পঞ্চমী (৫.৫)
খেলনা বাড়ি (৫.৪)