বিনোদন

মাথায় টিকলি পরনে রাজস্থানি সাজ, নিম্বুরা গানের তালে দুর্দান্ত নাচ করলেন তৃনা সাহা, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই পুটু পিসির বিয়েতে তিন্নির সাথে পুটু পিসির ম্যাচিং জামা পরে হয়ে গেলো ডুয়েট গান। আর তারপরেই সৌজন্যের উপর অভিমান করে জ্যাঠাইকে একটি চিঠি লিখেই চলে যায় গুনাগুনের বাবার বাড়িতে। স্ত্রী চলে যাওয়ায় মন খারাপ হয়ে যায় সৌজন্যের। তাকে ফিরিয়ে আনতে তাই জলদি করেই ছুটে গিয়েছিলেন গুনগুনের বাড়িতে। অবশেষে মান-অভিমান পর্ব শেষে আবার মিলে-মিশে একসাথে সংসার করছে দুজন।

আর কিছুদিন পরেই হোলি। আর এই হোলিটি সৌজন্য আর গুনগুনের কাছে বিশেষ দিন। কারণ বিয়ের পর তাদের দুজনের এটা প্রথম হোলি। গুনগুন ও সৌগুন অনেক মান -অভিমান পর্বের পর এক হয়েছে তাই মুখার্জি পরিবারে এবার আয়োজিত হয়েছে বড় করে দোল উৎসবের। দোলের দিন তাই পটকা সহ পরিবারের বাকি সদস্যরা শুরু করে দিয়েছেন হয় হুল্লোড়। ছোটদের পাশাপাশি বোড়োরাও মেতেছে দোল উৎসবে। আর উৎসবে নাচ -গান ও সুধীর শরবতের আয়োজনে কোনো খামতি নেই। গুন্গুন্ তাই সিদ্ধির নেশাতে পুরোনো সবকিছু ভুলে রয়েছেন খুশিতে। তাইতো তিনি বাড়ির দোল উৎসবে স্বামীকে নিয়ে বেরিয়ে পড়েছেন সকলকে নিমন্ত্রণ করতে। তবে নিমন্ত্রনে বের হবার আগে খেয়ে ফেলেছেন এক গ্লাস ভাঙ।

আর তারপরেই প্রথমে পৌঁছে গেছেন তারা ‘শ্রীময়ী’র বাড়ি। শ্রীময়ী দরজা খুলতেই তাকে সরাসরি হুমকি দিয়ে বলেন ‘শ্রীময়ী আন্টি। দোলের দিন আমাদের বাড়িতে। না হলে কিন্তু আমি তোমার বাড়ি উড়িয়ে দেব।’ তারপর শ্রীময়ী বলে উঠলো ‘ আচ্ছা যাব যাব। সবাইকে নিয়ে যাব।’ অপরদিকে মোহর-শঙ্খের মধ্যেও জমে উঠেছে বিয়ের পর প্রেমের রসায়ন আর সেই আনন্দকে দ্বিগুন করতে চলে এসেছে দোল। অনেক সমস্যা ও মান-অভিমান পর্বের পর তারা এক হয়েছেন। তাই একে অপরকে যখনি রং মাখাতে যাবেন তখনি তাদের সামনে এসে হাজির হয় গুনগুন তাদের দুজনকে নিমন্ত্রণ করেই আবার চলে গেলেন অন্য দিকে।

তারপরেই চলে গেলেন দেশের মাটি ধারাবাহিকের কিয়ান -নোয়ার কাছে।। তাদের দুজনের বিয়ের পর এটাই প্রথম দোল। ওদেরকেও গুনগুন নিমন্ত্রণ করলো হালকা মিষ্টি হুমকি দিয়ে পাশাপাশি সৌজন্য জানিয়ে দিলো এই বসন্ত উৎসবে হবে নাচ-গান ও জমাটি আড্ডা।

‘খড়কুটো’র গুন্গুন্ ওরফে তৃনা সাহা পর্দার মতো বাস্তবেও তিনি হয়েছেন নববধূ। তাই বিয়ের পর প্রথম দোল উৎসবের ডাবল আনন্দে মাতবেন তিনি। এই সেই আনন্দেই যেন তিনি উঠছেন নেচে। সম্প্রতি টাকা দেখা গেলো
রাজস্থানি ঘাঘরা চোলি, হাত ভর্তি নানা রঙের চুরি, নাকে বড় নথ, কপালে টিকলির নীচে ছোট্ট টিপ আর মুখ ভরা হাসি সাথে গোলাপি আবির। হোলির আগেই রাজস্থানি ঘরানায় সাজলেন নববধূ তৃণা সাহা।তাকে দেখা গেলো রাজস্থানি ঘাঘরা চোলি, হাত ভর্তি নানা রঙের চুরি, নাকে বড় নথ, কপালে টিকলির নীচে ছোট্ট টিপ আর মুখ ভরা হাসি সাথে গোলাপি আবির।আর সেই পোশাক পরে জমিয়ে নাচলেন তিনি নিম্বুরা গানের তালে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে মুহূর্তেই।

Back to top button