বিয়ের পরই তুমুল নাচলেন শশুড়বাড়ির সদস্যদের সঙ্গে অভিনেত্রী তৃনা,মুহূর্তেই ভাইরাল ভিডিও

বাঙালির বিয়ে মানেই নানারকম রীতি মেনেই বিয়ে হবে আর বিয়েতেও অনেক আনন্দ মজা করে নেয় বাঙালিরা। তার সাথে থাকে বিদায়ের সুর।নিশান লাগিল রে গান দিয়ে সৌজন্য ও গুনগুন সাত পাকে ঘুরে নিল। এই দেখে সৌজন্য আর গুনাগুনের পরিবার ও দর্শক মহলে খুশির ঝড়। এরপর শুরু হয় বাসর রাত। আর বাসর রাতেই শশুরের সাথে গলা মেলায় গুনগুন। বাসর রাতে ও গুনাগুনের ক্রেজির সাথে ঝগড়া হতে বেশি সময় লাগেনি। কিন্তু এই ঝগড়ার মধ্যে লুকিয়ে আচে ভালোবাসা। এবার গুনাগুনের বিদায় শশুরবাড়িতে যাওয়ার পালা। হৈহৈ করে আর নাচতে নাচতে গুনগুন চলে গেলো তার শশুর বাড়িতে।
এদিকে আর একটি মজার বিষয় গুনগুন আর সৌজন্যকে কালরাত্রিতে একসঙ্গে দেখে অবাক হয়েছিল বাড়ির লোকজন। অবাক হওয়ার পরে ক্ষোভে ফেটে পরে বাড়ির গুরুজনেরা। যার কারণে অনেক ভালোমন্দ কথা শুনতে হয় গুনগুনকে। বিনা দোষে এতো কথা শুনে কেঁদে ফেলে গুনগুন। কাকা,দাদা,বৌদির মাইল ঠাট্টা করতেই গিয়েছিলো। আর সেই ঠাট্টার মাসুল গুনতে হয় গুনগুনকে। আবার এইদিকে গুনগুন ছেড়ে দেওয়ার পাত্র নয় সেও সৌজন্যকে দিলো এক হাত। এবার চলে এলো বৌভাতের পালা। আর বৌভাতের দিন সুন্দর করে শাড়ী পরে স্বামীর মন জয় করলেন গুনগুন। আর বউভায়ের দিন ভ্যাট কাপড়ের অনুষ্ঠানে গুনগুন নাচ করেছেন আর গান করেছেন। আর সাথে সৌজন্যকে বলে এক বছর নয় সারাজীবনের ভ্যাট কাপড়ের দায়িত্ব নিতে হবে। আর এতেই টিআরপিতে মোহরকে হারিয়ে গুনগুন ১ নম্বর স্থান দখল করলো। কিন্তু কেমন হবে গুনাগুনের ঘর তা দেখার জন্য প্রত্যেকটি দর্শক উৎসুক।
এ তো হলো ধারাবাহিকের কথা। রিয়েল লাইফ এ গুনগুন এখন বিবাহিতা নয় কিন্তু সামনের ২১এ গুনগুন ওরফে তৃনা সাহা বিয়ে করতে চলেছেন কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল। টলিউড এ একের পিওর বিয়ের সানাই অবশ্য এই দুই নায়ক নায়িকা ১০ বছর ধরে বেশ জমিয়ে প্রেম করেছেন। এবার বিয়ে করার পালা নতুন বছরের শুরুতেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তার তোড়জোড়। তৃনা টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘খড়কুটো’ সিরিয়েল এ প্রচুর ভালোবাসা পেয়েছেন। এদিকে ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে নিখিল চরিত্রে জনপ্রিয় নীল।
নতুন বছরের ফেব্রুয়ারির ৪ তারিখেই সারবেন বিয়ে। ৯ জানুয়ারী তাদের সঙ্গীত। তাই এখন থেকেই নায়ক নায়িকাদের অভিনয়ের পাশাপাশি চলছে বিয়ের প্রস্তুতি। কিছুদিন আগেই দার্জিলিঙে ব্যাচেলর পার্টি সারলেন নীল অন্যদিকে তৃনা তার গার্লস গ্যাং নিয়ে শহরের এক বিলাসবহুল হোটেলে পার্টি করতে ব্যস্ত।এসবের মাঝে নিজের কাজকে ভোলেননি। আর অন্যদিকে রইল আর রিয়েল লাইফ এ দুদিকেই বিয়ের আনন্দ। এর মাঝেই রবিবার সকালে রইল ভিডিও শেয়ার করলেন তৃনা। তৃনা যে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রইল ভিডিওর জন্য কতটা জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। গুনগুন এখন সৌজন্যের স্ত্রী আর সেই জন্য বিয়ের নতুন বৌ সাজে লাল ঢাকায় জামদানি আর মাথায় সিঁদুর পরে নেহা কক্করের কণ্ঠে “নেহু দ্যা বিয়া” গানে রইল ভিডিও বানালেন। নিজের চোখের এক্সপ্রেশন এ ঘায়েল অনেকজন। ব্যাস আর কোথায় থাকে নিমেষেই ভাইরাল সেই ভিডিও।