ভিজে শরীরে রঙের ছোঁয়া! হোলিতে তুমুল নাচ এনা সাহার, ঝড়ের গতিতে ভাইরাল নায়িকা

গত সোমবার ছিল হোলি উৎসব । বলিউড-টলিউড তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই মেতে উঠেছিলেন হোলিতে। তবে এবছরের হোলির রং যেন কিছুটা ফিকে। আর তার কারণ করোনা ভাইরাস। করোনার কারণে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মনে। যতই বাজারে ভ্যাকসিন এসে যাক, সতর্কতা মানতে প্রায় প্রত্যেকেই বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ম করে মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার করছেন।
তবে হোলিতে তো আর এই দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। কারণ, এই উৎসবে সকলে মিলেমিশে এঁকে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দেয় । এদিন বলিউড টলিউড তারকারাও মেতে উঠেছিলেন হোলিতে। সেই সব ছবি ইতিমধ্যে ভাইরাল নেটদুনিয়ায়। তবে অনেক তারকা করোনার কথা মাথায় রেখে হোলিতে মেতে ওঠার বার্তাই দিয়েছেন ।তবে টলিউডও কিছু কম যায় না। সদ্য বিবাহিত ওম-মিমি, গৌরব-দেবলীনা, প্রমিতা-রুদ্রজিৎ, নীল-তৃনা সহ আরও অনেকে মেতেছেন এই উৎসবে।সেই সব ছবি ভাইরাল নেটদুনিয়ায় ।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো টলিউড অভিনেত্রী এনা সাহা। হোলিতে চুটিয়ে আনন্দ করেছেন এই নায়িকা। সব সময় হই-চই করে জীবন কাটাতে ভালোবাসেন তিনি । হোলিতে যেন ভিজে শরীরে রঙের ছোয়া নায়িকা এনার । বোন ও বন্ধুদের সঙ্গে ভিজে শরীরে নাচ করতেও দেখা গিয়েছে টলিউডের এই নায়িকাকে। যা প্রকাশ্যে আসতেই নজর কারে নেটিজেনদের।
View this post on Instagram
View this post on Instagram