বাংলা সিরিয়াল থেকে সোজা হিন্দি ছবির নায়িকা, বলিউডে চান্স পেলেন জি বাংলার এই অভিনেত্রী

ফের জাতীয় স্তরে আরও এক বাঙালি অভিনেত্রীর নাম উজ্জ্বল হতে চলেছে। বাংলা সিরিয়াল থেকে এবার সরাসরি বলিউডে কাজ করার সুযোগ পাচ্ছেন জি বাংলার একজন অভিনেত্রী। তিনি হলেন রোশনি ভট্টাচার্য। অভিনেত্রী রোশনি ভট্টাচার্য বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ। তিনি ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালের রানিমার ছোট মেয়ের ভূমিকাতে অভিনয় করেছিলেন।
বর্তমানে এখন অভিনেত্রীকে স্টার জলসার ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। হিন্দি জি ফাইভ অরিজিনালে ‘আন্ডারকভার’ নামের একটি ছবি আসছে। জানা গিয়েছে এই ছবিতেই নাকি একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করতে চলেছেন রোশনি। খুব শীঘ্রই হিন্দি ছবির শুটিং শুরু হবে। সেই কাজ নিয়ে মুম্বাই উড়ে যেতে চলেছেন অভিনেত্রী। প্রথমবার হিন্দি ছবিতে কাজের সুযোগ পেয়েছেন তিনি। তাই এই কাজটি নিয়ে ভীষণ উৎসাহিত রোশনি।
অনুরাগীদের তিনি নিজেই এই সুখবর শুনিয়েছেন। এমন সুযোগের খবর পেয়ে তার অনুরাগীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছার মন্তব্যে ভরে যাচ্ছে অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্স। কেউ লিখছেন, “অপেক্ষায় থাকলাম”। কেউ লিখছেন, “নতুন রূপে তোমায় দেখতে পাব এটা জানতে পেরে আমি ভীষণ খুশি।”
রোশনি হিন্দিতে যে নতুন ছবির কাজ পেয়েছেন সেখানে মুখ্য ভূমিকাতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। রোশনি কোন চরিত্রে অভিনয় করবেন সেটা জানা যায়নি এখনও।