বলিউডের কোনও নায়ক নন, সৌরভের বায়োপিকে দেখা যাবে এই টলিউড অভিনেতাকে!

সকলেরই জানা বাঙালির দাদা মানে সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বেই ভারত প্রথম বিদেশের মাঠে জয় পেয়েছিল। ভারতীয় দলকে নতুন দিশা দেখিয়ে ছিলেন। সৌরভ ছিলেন অধিনায়ক ঠিক তেমনি ছিলেন একজন দুধর্ষ ব্যাটসম্যান। দাদার খেলার প্রশংসা আজও করা হয়। তিনি হলেন বাংলার গর্ব। সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের খবর জানা গিয়েছিল প্রায় এক বছর আগে।
এই বায়োপিক বানানো হবে বলিউডে, হিন্দি ছবিতে যেভাবে এমএস ধোনির বায়োপিক বানানো হয়েছিল ঠিক সেভাবেই। এই সুখবর জানার পর থেকেই সকলেই জানতে চায় সৌরভের মুখ হয়ে পর্দায় কাকে দেখা যাবে? সৌরভের চরিত্রে কাকে মানাবে সেই নিয়েও বিস্তর জল্পনা রয়েছে। মাঝখানে শোনা গিয়েছিল সৌরভ চরিত্রে অভিনয় করতে পারে রণবীর কাপুর। তবে শেষমেষ শোনা যায় রণবীর নাকি রাজি হননি। এরপর শোনা যায় আয়ুষ্মান খুরানার নাম।
তবে এবার শোনা যাচ্ছে কোনো বলিউড অভিনেতা নয়, টলিউড অভিনেতা নাকি সৌরভের বায়োপিকে অভিনয় করবেন। তিনি আর কেউ নন, টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। কিছুদিন আগে একটি অনুষ্ঠানের জন্য যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেখা যায়। তিনজনের মধ্যে নাকি প্রায় আধঘন্টা বৈঠক হয়েছে। এই বৈঠকে কী নিয়ে আলোচনা চলেছে তা জানা যায়নি। আর সেই কারণেই বাড়ছে জল্পনা।
এই অজ্ঞাত বৈঠকের পর থেকেই নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন উঠছে তাহলে কি যশের ভাগ্যেই শিঁকে ছিড়লো? কারণ শোনা যাচ্ছে যশ নাকি এখন কলকাতা ছেড়ে মুম্বাইতে কেরিয়ার গড়ার দিকে নজর দিয়েছেন।