‘অন্তর্বাস’ পরেই করতে হয় এই বিশেষ কাজ, দুবাই থেকে ফ্যানেদের জানিয়েদিলেন নার্গিস ফাকরি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাকরি বলিউডের অনেক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। প্রশংসাও পেয়েছেন দর্শকদের কাছ থেকে। তবে শুধু তাই নয়, জানেন কি, নার্গিসকে নিয়ে বেশ আলোচনাও হয়েছে। কিন্তু কেন?
জানা যায়, একাধিক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। তবে কোনো সম্পর্কই টেকেনি। কিন্তু এবার কোন সাগরে ডুব দিলেন নার্গিস? নেট দুনিয়ায় আবার চর্চিত হচ্ছে নার্গিসের নতুন প্রেমকাহিনি।
সম্প্রতি ছুটির আমেজে দুবাইতে বিশেষ বন্ধুর সঙ্গে গিয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। আর সেখান থেকেই মহিলা ফ্যানেদের জন্য অন্তর্বাস নিয়ে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী নার্গিস।
স্কোয়াড রাইডিও করতেও দেখা গেছে নার্গিসকে। সঙ্গে ছিলেন তার বিশেষ বন্ধু।সেখান থেকে মহিলাদের এই বিশেষ বার্তা দেন নার্গিস। নার্গিস জানিয়েছেন এই বিশেষ কাজের জন্যই মহিলাদের এই অন্তর্বাস পড়তে হয় । এরপরই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যান নার্গিস ফাকরি।
View this post on Instagram
নার্গিসকে লাইক কমেন্টে ভরিয়ে দেয় নেটিজেনরা । সেই সঙ্গে নার্গিস মজার ছলেও নেটিজেনরা কমেন্টে জানিয়েছেন, করোনা থেকে বাঁচতেও এমন অন্তর্বাস ব্যবহার করেন তারা।
View this post on Instagram