বিনোদন

ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী এখন জাতীয় ক্রাশ, ফ্যানেরা করছে তার প্রশংসা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দনা চলচিত্র জগতে যাত্রা শুরু করেন ২০১৬ সালে।তার অভিনীত কন্নড় সিনেমাটির নাম ছিল ‘কিরিক পার্টি’। ওই সিনেমায় দুর্দান্ত অভিনয়ের কারণে তাকে ডাকা হতো ‘কর্ণাটক ক্রাশ’ নামে।এরপর একাধিক তেলেগু ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর অনুযায়ী রশ্মিকে মন্দনা সম্প্রতি ভারতের জাতীয় ক্র্যাশ -এ পরিণত হয়েছেন। তবে কিবাভে তিনি এই জাতীয় ক্রাশের খেতাব জিতলেন তার ব্যাখ্যা দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়েছে গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া ২০২০’ লিখে সার্চ করলে সেখানে রশ্মিকা মন্দানার ছবি দেখাচ্ছে গুগল। অপরদিকে সোশ্যাল মিডিয়া পিন্টারেস্ট বলছে, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় ও দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে তাঁকে বেশি গুগলে সার্চ করা হচ্ছে, আর সেই কারণেই তাঁকে ‘ভারতের জাতীয় ক্রাশ’ লিখে সার্চ করলে তার নাম ও ছবি দেখাচ্ছে গুগল।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে যে রশ্মিকে মন্দনা শুধুমাত্র অভিনয় করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তবে তার অভিনীত সিনেমা বিভিন্ন ভাষায় ডাবিং হওয়ায় তিনি সারা ভারতে বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। রশ্মিকে মন্দনার যেসমস্ত সিনেমা সুপারহিট হওয়ার তালিকায় রয়েছে সেগুলি হলো ‘কিরিক পার্টি’ (২০১৬), ‘আঞ্জানি পুত্রা’ (২০১৭), ‘চমক’ (২০১৭), ‘চালো’ (২০১৮), ‘গীতা গোবিন্দম’ (২০১৮), ‘যাজামানা’ (২০১৯), ‘সারিলেরু নিকেভ্যারু’ (২০২০) ও ‘ভীষ্ম’ (২০২০)।এই সমস্ত সিনেমায় একের পর এক সাফল্য তাকে দক্ষিণী সিনেমায় অন্যতম সর্বাধিক চাহিদা সম্পন্ন অভিনেত্রী হিসেবে তৈরী করেছে।

Back to top button