নামের সঙ্গে মুখেও মিল! বাংলা ধারাবাহিকের এই অভিনেত্রীরা বাস্তব জীবনে দুই বোন, রইল তালিকা
বাংলা ধারাবাহিকের অনেকেরই ভাই বোন রয়েছে যারা জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন। আবার এমন অনেকেই আছেন যারা তাদের ভাই বা বোনের সফলতা দেখে নিজেরাও অভিনয় দুনিয়ায় আসতে চান। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় তারকাদের ভাই-বোনদের মধ্যে অনেকেই পা রেখেছেন অভিনয় জগতে। আজ এই প্রতিবেদনে ১০ জন অভিনেত্রীদের তালিকা দেওয়া রইল, যারা আসলে বাস্তবে দুই বোন।
অনন্যা গুহ এবং অলকানন্দা গুহ : অভিনেত্রী অনন্যা ও অভিনেত্রী অলকানন্দা তারা বাস্তব জীবনে দুই বোন। বর্তমানে তারা দুজনেই বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তারা।
শ্বেতা ভট্টাচার্য এবং তনুশ্রী ভট্টাচার্য : অভিনেত্রী শ্বেতা এবং অভিনেত্রী তনুশ্রী দুজনেই বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ। এই দুই বোনকেও বাংলার একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে। এরা বাস্তবে দুই বোন।
মানসী সেনগুপ্ত এবং রাইমা সেনগুপ্ত: অভিনেত্রী মানসী সেনগুপ্ত এবং অভিনেত্রী রাইমা সেনগুপ্ত বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। নিম ফুলের মধু সিরিয়ালে খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে মানসীকে। তার বোন রাইমা তোমার খোলা হাওয়া ধারাবাহিকে ছোট বউমার চরিত্রে অভিনয় করছেন।
দেবাদৃতা বসু ও দেবপ্রিয়া বসু : অভিনেত্রী দেবাদৃতা বসু বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। অন্যদিকে দেবপ্রিয়া শিশু শিল্পী হিসেবে শুরু করেন তার কেরিয়ার। বাস্তব জীবনে তারা দুই বোন।
জয়িতা গোস্বামী এবং জাগৃতি গোস্বামী : জয়িতা এবং জাগৃতি, বাস্তবে দুই বোন। জয়িতা এবং জাগৃতি বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়াতে এই দুই বোনের অনেক জনপ্রিয়তা আছে।