বিনোদন

‘একাধিক বিয়েতে অন্যায়ের কিছুই নেই’, বহুবিবাহ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় দুই অভিনেত্রী শ্রাবন্তী-রূপাঞ্জনা

৬০ বছর বয়সে নতুন করে সংসার শুরুর কথা অনেকে ভাবতে না পারলেও অভিনেতা আশিস বিদ্যার্থী পেরেছেন। ২৫ মে রূপালি বড়ুয়াকে বিয়ে করেছেন আশিস। এরপর থেকে কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

অবশ্য ব্যক্তিগত সম্পর্কের জন্য দর্শকের কটাক্ষ এবারই প্রথম নয়। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। রাজীব কুমারের সঙ্গে আইনি বিচ্ছেদের পর আরও দু’বার সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা। বিয়েও করেছিলেন। তা নিয়ে দর্শকদের কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে।

শ্রাবন্তী ছাড়াও অভিনেত্রী রূপাঞ্জনা মিত্ররও রয়েছে একই অভিজ্ঞতা। তার প্রথম বারের বিচ্ছেদ হয়েছে অনেক দিন হল। এক ছেলের মা তিনি। তার পর বয়সে ছোট কারও সঙ্গে প্রেম! এ কথা প্রকাশ্যে আসতেই চারিদিকে শুরু হয়েছিল সমালোচনা।

আশিসের ক্ষেত্রেও পরিস্থিতি খানিকটা এমনটাই। এই পরিস্থিতিতে কী বললেন শ্রাবন্তী, রূপাঞ্জনারা?শ্রাবন্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তার জবাব, ”আমি নিজের শর্তে বাঁচি। আর তাছাড়া অন্য লোকের জীবন নিয়ে তারাই চর্চা করেন যাদের জীবনে প্রচুর ফাঁকা সময় আছে।” তিনি আরও বলেছেন, উনার খারাপ সময় তো কেউ পাশে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করেনি। তাহলে তিনি যদি ভাল থাকার চেষ্টা করেন তাতে অন্য লোকের সমস্যা কোথায়? উনি ভাল থাকতে চেয়েছেন, এটা তো কোনও অন্যায় নয়।”

রূপাঞ্জনার মন্তব্য, “মানুষের মনন জানাটা খুবই জরুরী। “তারা সকাল থেকে উঠে যদি শুধু নেতিবাচক জিনিসই খোঁজার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে তাদের জীবনটাই এরকম। কিছু হলে তারা ভয় পেয়ে যান। তাই এগুলোয় বেশি গুরুত্ব না দেওয়াই শ্রেয়। এটা ওনার জীবন। আমি যখন নিজের সম্পর্কের কথা ঘোষণা করেছিলাম অনেকে অনেক কথা বলেছিলেন। তবে তারাই এখন ভাল ভাল কথা বলেন।”

Back to top button