বিনোদন

গল্প শেষের পথে, না রয়েছে আরো নতুন টুইস্ট! মিঠাই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে সন্দেহের শেষ নেই

স্টার জলসায় শুরু হওয়ায় ধারাবাহিক বালিঝড় শুরু থেকেই মিঠাইকে টেক্কা দিচ্ছে। ইতিমধ্যে মিঠাইয়ের শেষ হয়ে যাওয়ার খবর টি চারদিকে ছড়িয়ে পড়েছে। কেউ বলছে মিঠাই শেষের পথে আবার অনেকে বলছে না গল্পে আরো অনেক টুইস্ট বাকি আছে। কনফার্ম খবর জানতে ব্যাস্ত মিঠাই ভক্তরা।

কিছুদিন আগেই এই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানালেন, ধারাবাহিক শেষ হওয়া নিয়ে তার কাছে কোনো খবর নেই। চারিদিকে যা শুনছেন তিনি এতটুকুই জানেন।তিনি পরিচালক তাই এই ব্যাপারে তার কিছু করার নেই।চ্যানেল কিছু না জানানো পর্যন্ত তিনি কিছুই বলতে পারবেন না, এমনটাই জানিয়েছেন রাজেন্দ্র বাবু।

তারপরেও এই ধারাবাহিক নিয়ে অনেকে অনেক বলছে সেগুলি আবার ভাইরালও হচ্ছে।এইসবের কারণে মিঠাই নিয়ে ভক্তদের মধ্যে নানারকম সন্দেহের সৃষ্টি হয়। অনেকে আবার হতাশ এবং ক্ষিপ্ত হয়ে ওঠে। সেটাই হওয়া স্বাভাবিক কারণ ২ বছরে অনেকবার মিঠাই শেষ হয়ে যাচ্ছে এই ধরণের খবর শুনেছেন।

অবশেষে মুখ খুললেন মিঠাইরানী নিজেই।পরিচালক যা বললেন তার ঠিক উল্টা কথা শোনা গেল সৌমীতৃষা কুণ্ডুর মুখে। ২ বছর ধরে চলা এই ধারাবাহিক জনপ্রিয়তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই।তাসত্বেও ধারাবাহিক শেষ হওয়া নিয়ে নানান মন্তব্য সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে।টিআরপিতে ভালো স্থানে থাকলে কোনো সিরিয়াল বন্ধ হয়ে যায় না।

সৌমীতৃষা বললেন কালের নিয়মে যার শুরু হয়েছে তা একদিন না একদিন শেষ হবেই।টেক্কা দেওয়ার কথা ভাবলে হবে না।নতুনদের কেও জায়গা জিতে হবে। আমরাও নতুন ছিলাম। আমাদেরও পুরনো সিরিয়াল জায়গা দিয়েছে। পুরনো শেষ হবেই।সৌমীতৃষার এই বক্তব্যে মিঠাই ধারাবাহিকের ভবিষৎ জেনে যায় দর্শক।

Back to top button