বিনোদন

পূর্ণতা পেল তাদের চর্চিত প্রেম, আংটি বদল করে পবনদীপ-অরুনিতা সেরে নিলেন বাগদান

ইন্ডিয়ান আইডল ১২ (Indian Idol 12) এর অন্যতম প্রতিযোগী ছিলেন পবনদীপ (Pawandwip) এবং অরুণিতা (Arunita)। অরুণিতা ছিলেন বঙ্গকন্যা আর পবনদীপ ছিলেন উত্তর ভারতের মানুষ। দুজনের অসাধারন গান বিচারকদের পাগল করে দিয়েছিল। যদিও বাঙালিরা ভেবেছিলেন হয়তো অরুণিতা প্রথম হবেন, কিন্তু সব মিলিয়ে বিচার করে পবনদীপকে শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়া হয়। অবশেষে দুজনে মিলে জুটিতে একটি প্লেব্যাক (Playback Singer) করেছেন।

দুজনের প্রেমের মাখোমাখো সম্পর্কের (Love Relation) মতো গানটিও বেশ মাখোমাখো হয়েছে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গানটির মুক্তি পাওয়া স্টুডিও ভার্সন এর দেখা যাচ্ছে একে অপরকে উদ্দেশ্য করে গানটি যেন গাইছেন। তাদের দুজনের চোখে মুখে প্রেমের অসাধারণ কথা যেন বর্ষিত হচ্ছে। সবুজ রঙের অসাধারণ একটি ড্রেস (Green dress) পরে অরুণিতাকে বেশ সুন্দর দেখতে লাগছে। তাকে শুধু দেখতেই সুন্দর নয়, তার যেন মা সরস্বতী বিরাজ করছেন।

সম্প্রতি মুক্তি পেলো তাদের নতুন গানের ভিডিও। যেখানে পাবন্দীপ ও অরুণীতাকে দেখা গেলো গানের শুরুতেই আংটি বদল করতে। রোমান্টিক এই জুটির গানের ভিডিও প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

Back to top button