ভোট শেষ তাই সমস্ত রাজনৈতিক বিভেদ ভুলে পার্টি করছেন যশ-নুসরত! অন্তরঙ্গ মুহূর্তে ব্যাস্ত দুজনে
বাংলা টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন তৃণমূল সাংসদ। বাংলা সিনেমায় প্রবেশ করেন রাজ চক্রবর্তী পরিচালিত ‘শত্রু’ সিনেমার্ট মধ্যে দিয়ে। অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। অভিনেত্রীর বিয়ে হয় একজন সফল ব্যাবসায়ী নিখিল জৈনের সাথে। কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক ভাঙ্গনের পথে।দুজনে আলাদাই রয়েছেন।
বর্তমান বসিরহাট তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের সাথেই ২০১৯ এর জুন মাসে নিখিল জৈনের সাথে নুসরাতের খুব ধুমধাম করে বিয়ে হয় বিদেশের মাটিতে। কিন্তু গত বছর দীপাবলির পর থেকেই তাদের মধ্যে সম্পর্কের ব্যাঘাত ঘটে। বর্তমানে তারা আলাদাই রয়েছেন। সোশ্যাল মিডিয়া থেকেও একে অপরকে আনফলো করে দিয়েছেন।
টলিউডের অন্যতম অভিনেতা যশ দাশগুপ্ত এবারের নির্বাচনে যোগ দিয়েছিলেন বিজেপিতে। যশ ও নুসরতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ভেসে আসে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে। কিছুদিন আগে পর্যন্ত তারা রাজনৈতিক ব্যাপার নিয়ে আলাদা ছিলেন কিন্তু এখন ভোট শেষ তাই সমস্ত কিছু ভুলে সম্প্রতি এক পার্টিতে একসাথে দেখা গেল নুসরত আর যশকে।পরিচালক অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘এস ও এস’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন যশ ও নুসরত। ছিলেন মিমি ও। তবে এর মাঝেই টলিপাড়াতে গুঞ্জন শোনা যায়, এই ছবির শ্যুটিং এর সময়ে এই দুই বন্ধুর মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে।
কয়েকমাস আগে যশ-নুসরত বেড়াতে গিয়েছিলেন রাজস্থানে। সেখানে গিয়ে ছবি পোস্ট করায় সকলে ভেবে নেয় যে তারা প্রেম করছেন এতেই সকলের সন্দেহ দূর হয়ে যায়। এমনকি ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাজির হন যশ এবং নুসরত। বহুবার যশের সাথে নুসরতকে দেখা গিয়েছিল। আবার জানুয়ারীতে নুসরতের জন্মদিনে নিখিল না থাকলেও অভিনেত্রীর পাশে যশকে দেখা গিয়েছিল। কিন্তু রাজনীতিতে যোগদানের পর তাদের সম্পর্কে কিছুটা ভাঁটা পড়েনি।
একাধিকবার বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে যশ নুসরতের। এমনকি ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাজির হন যশ এবং নুসরত। আবার জানুয়ারীতে নুসরতের জন্মদিনে নিখিল না থাকলেও অভিনেত্রীর পাশে যশকে দেখা গিয়েছিল। এসবের মাঝেই ফেব্রুয়ারিতে রাজনীতিতে পা রাখেন যশ। বিজেপিতে নাম লেখালেও নুসরতের সাথে বন্ধুত্বে ভাঁটা পড়েনি। বরং ভোটের প্রচার চলাকালীনও দেখা গিয়েছিল দুই তারকাকে একসঙ্গে ডিনার ডেটে। প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কোনো কথা না বললেও ফ্যানেরা এদের রিয়েল জুটি হিসেবে ধরে নেন। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক এর ডিরেক্টর রাজ কুমার গুপ্ত যশ এবং নুসরত এর সাথে দুটো ছবি শেয়ার করেছেন। আর এই ছবিতে ক্যপশানে লিখেছেন, “পার্টি টাইম”।যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ।
View this post on Instagram