রাতারাতি বদলে যাচ্ছে জনপ্রিয় এই সিরিয়ালের টাইম স্লট! খবর শুনে মাথায় হাত দর্শকদের
বাংলা সিরিয়ালের জন্য টিআরপি তালিকার গুরুত্ব অপরিসীম। কারণ এই তালিকা নির্ধারণ করে দেয় বাংলার সব সিরিয়ালের ভাগ্য। টিআরপি ছাড়া একটিও সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারছে না স্টার জলসা এবং জি বাংলা। গত কয়েক মাসের মধ্যে স্টার জলসাতে একাধিক নতুন ধারাবাহিক এসেছে। তবে আবার বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়ে গিয়েছে। আবার কিছু কিছু সিরিয়ালের স্লটও পরিবর্তিত হয়েছে। তবে এখন শোনা যাচ্ছে কিছু দিনের মধ্যেই নাকি স্টার জলসাতে আরও কিছু সিরিয়ালের স্লটের পরিবর্তন হতে পারে।
তবে বর্তমানে শোনা যাচ্ছে স্টার জলসার এক্কাদোক্কা ধারাবাহিকের কথা। স্টার জলসার এই ধারাবাহিকটিকে নাকি খুবই একটি খারাপ স্লটে পাঠানো হতে পারে। অনেকেই অনুমান করছে এই সিরিয়াল নাকি এবার মাঝরাতে সম্প্রচারিত হবে। রাধিকা এবং পোখরাজের ভালবাসার কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। রাধিকা এবং পোখরাজের জুটি দর্শকদের খুবই পছন্দের ছিল। তবে এদিকে আবার রাধিকা এবং পোখরাজের জুটি ভেঙ্গে লেখিকা লীনা গাঙ্গুলী গল্পে আরও কিছু নতুন চরিত্রকে নিয়ে এসেছেন।
সিরিয়ালে রাধিকার সঙ্গে ডাক্তার গুহ এবং পোখরাজের সঙ্গে রঞ্জাবতীর নতুন জুটি দেখা দিয়েছে। তবে এত কিছুর পরেও নাকি এই ধারাবাহিকের স্লট বদল হতে চলেছে। আগামী ২৪ শে এপ্রিল থেকে নতুন স্লটে দেখা যেতে পারে স্টার জলসার এই সিরিয়াল। সম্প্রতি এই সিরিয়ালের এক দর্শক সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন। ওই দর্শক এক্কাদোক্কার নতুন টাইম স্লটও জানিয়েছেন। তবে এই খবর শুনেই মাথায় হাত পড়েছে এক্কাদোক্কার ভক্তদের।
দর্শকের মতে, আগামী ২৪ এপ্রিল থেকে রাত ২.০০ টোর সময় নাকি সম্প্রচারিত হবে এক্কাদোক্কা। তবে এই খবর চ্যানেলের তরফ থেকে অফিশিয়ালি জানানো হয়নি।