বিনোদন

ডিএনএ রিপোর্ট দেখেই জানা গেল আসল সত্য! অনুরাগের ছোয়ায় দেখা গেল নতুন চমক

ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোয়ায় ঘটল এক নতুন চমক। শেষমেষ সূর্য জানতে পেরে যায় যে রুপা দীপার সন্তান। এতদিন সে জানতো যে রুপা দীপার পাড়ার মেয়ে ও তার মেয়ে (সোনা) মতো সেই দিপাকে ফুলমা বলে ডাকে। সূর্য রুপাকে খুব ভালোবাসে, তাই যে স্কুলে সোনা পড়ে সেই স্কুলে রূপাকেও ভর্তি করিয়ে দেয়। সোনাকে স্কুলে দিতে গিয়ে সূর্য জানতে পারে যে রুপার শরীর খারাপ। তখন তাকে দেখতে গেলে সেখানে সূর্য জানতে পারে যে রুপার মায়ের নাম দীপা সেনগুপ্ত।

দীপা সহ বাড়ির সকলকে শায়েস্তা করবে বলে, রুপা সুস্থ হয়ে উঠতেই সূর্য তাকে নিয়ে নিজের বাড়িতে আসে এবং কারোর সঙ্গে দেখা না করিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এদিকে সূর্য দিপাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে রুপার আসল বাবা -মা আসলেই সে রুপাকে ছাড়বে। এইমতো অবস্থায় রুপা কি করবে কিছুই বুঝতে পারছে না।

এইসব সমস্যার মাঝেই আসলো এক নতুন প্রোমো। সেখানে দেখানো হচ্ছে যে রুপার অনেকগুলি টেস্ট করার মাধ্যমে সূর্য রুপার ডিএনএ টেস্ট করায়। আর ডিএনএ রিপোর্ট দেখেই সূর্য বুঝতে পারে যে রুপা আর কারোর নোই বরং সূর্য ও দীপারই সন্তান।

তারপর সূর্য নিজের ভুল বুঝতে পেরে সূর্য তাঁর মায়ের কাছে ক্ষমা চায়। অন্যদিকে দীপা রুপাকে নিয়ে তাঁর সুখের সংসারে ফিরে যেতে চায়। তবে আসল কথা হলো এটি কোনো অফিসিয়াল প্রমো নয়। একটি ইউটুব চ্যানেলের ওপর ভিত্তি করে এমনটা জানা যাচ্ছে। আসল ঘটনাটি জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিকের পরবর্তী পর্বগুলি।

Back to top button