বিনোদন

সোনমের বিয়ের লেহেঙ্গার দাম ৯০ লাখ, ক্যাটরিনার বিয়ের লেহেঙ্গার দাম কত! জানলে অবাক হবেন

ক্যাটরিনা-ভিকির বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। এই দুজনের বিয়ের ছবি ( Katrina-Vicky marriage photo) নাকি কোনোমতেই প্রকাশ করা যাবে না মিডিয়ায়। এমনকি অতিথিরা ফোন ব্যাবহার করতে পারবেন না, কেউ ছবি পোস্ট করতে পারবে না, কোড ব্যাবহার করে নিমন্ত্রণ স্থলে যেতে পারবেন ,এরকম আরো অজস্র নিয়ম নিয়ে বিয়ের প্রস্তুতি নেন ভিকি-ক্যাট।

এদিকে সুন্দরী ক্যাটরিনা নিজেই নিজের বিয়ের ছবি প্রকাশ করলেন প্রথমবার। একেবারে লাল লেহেঙ্গায় সেজে উঠেছেন নব বিবাহিতা ক্যাটরিনা কাইফ। বেশ রাজকীয় ভঙ্গিমায় বিয়ে করলেন ক্যাটরিনা ও ভিকি। কথা ছিল ৯ ডিসেম্বর রাজস্থানের সোওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্স ফোর্ট বারবারায় বিয়ে করবেন ভিকি-ক্যাট। সেইমত, চার হাত এক করে নেন বলিউডের এই চর্চিত কাপল।

এদিন সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক সেজে উঠেছেন ক্যাটরিনা। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে ভিকি আরো দুর্দান্ত। সূর্যের আলোয় মাখামাখি করে বিয়ের পিঁড়িতে দুই তারকা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ভিকি।পাল্কিতে মণ্ডপে এসেছেন ক্যাটরিনা। মণ্ডপ সাজানো হয়েছিল হলুদ, কমলা, গোলাপী পর্দা দিয়ে।

বিয়ের অন্যতম অনুষঙ্গ হচ্ছে লেহেঙ্গা। এবার সেই আলোচনা লেহেঙ্গা নিয়ে। বিয়েতে ক্যাট যে লেহেঙ্গা পরেছিলেন, তার দাম কত?

বলিউড বাবলের খবর, ক্যাটরিনা কাইফের বিয়ের লেহেঙ্গার দাম ১৭ লাখ । বিয়ের দিন লাল লেহেঙ্গায় ঝলমলে ছিলেন ক্যাটরিনা। গলায় কুন্দনের ভারী হার, মাথায় চওড়া মাংগটিকা, নাকে বিশাল নথ, আর কপালে ছিল লাল টিপ, গলায় জুঁইয়ের মালা।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সোনম কাপুরের বিয়ের লেহেঙ্গার দাম ছিল ৯০ লাখ ; প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের লেহেঙ্গার দাম ছিল ১৮ লাখ ; আনুশকা শর্মার বিয়ের লেহেঙ্গার দাম ছিল ৩০ লাখ । দীপিকা পাড়ুকোনের বিয়ের লেহেঙ্গার দাম ছিল ১২ লাখ, ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের শাড়ির দাম ছিল ৭৫ লাখ এবং কারিনা কাপুর খানের বিয়ের পোশাকের দাম ছিল ৫০ লাখ।

Back to top button