বিনোদন

১৯ বছর বয়সেই মৌনী রায় ও হিনা খানকে পেছনে ফেলে দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।

বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। আবার ঝুমা বৌদির মতো একাধিক সেলিব্রিটিরা আছেন তারা তাদের বিভিন্ন হট ফটো শুটের মাধ্যমে কেড়ে নেন পুরুষের হৃদয়। তাদের হট ছবি যেন মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।

আর এই সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়ার্সের সংখ্যা অনুযায়ী নির্ধারিত হয় সেলেব্রিটিদের জনপ্রিয়তা।আর এবার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অভিনীত কৌর ফ্যান ও ফলোয়ার্সের সংখ্যায় পিছিয়ে দিয়েছেন বলিউডের দুই অভিনেত্রী মৌনী রায় ও হিনা খান কে। ইনস্টাগ্রামে মৌনী রায়ের ফ্যানের সংখ্যা ১৫.৬ মিলিয়ন অপরদিকে হিনা খানের ফ্যানের সংখ্যা ১০.৯ মিলিয়ন। সেই তুলনায় অবনিত কৌরের ফ্যানের সংখ্যা ১৬.১ মিলিয়ন। আর এতো বেশি ফ্যানের সংখ্যার আধিক্যের কারণে ভাইরাল হয়ে যায় অবনিত কৌরের যেকোনো ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Avneet Kaur Official (@avneetkaur_13)

 

View this post on Instagram

 

A post shared by Avneet Kaur Official (@avneetkaur_13)

 

View this post on Instagram

 

A post shared by Avneet Kaur Official (@avneetkaur_13)

Back to top button