বিনোদন

ছেলে-মেয়ের আদুরে ভিডিও শেয়ার শিল্পার, প্রকাশ্যে আসতেই ভাইরাল নেটদুনিয়ায়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি সারোগেসি পদ্ধতির মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন।জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যা সন্তানের।মেয়ের জন্মের পর বেশ কিছুদিন ক্যামেরার সামনে নিয়ে আসেননি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি।পরিবর্তে ক্যামেরা দেখলেই মেয়েকে আড়াল করে নিয়েছেন সাথে সাথে। সোশ্যাল মিডিয়াতেও যখন তিনি মেয়েকে সাথে নিয়ে কোনো পোস্ট দিতেন তখন দেখা যেতোনা মেয়ের মুখ। তবে কিছুদিন আগে ক্যামেরার সামনে নিজেই মেয়ে কে নিয়ে হাজির হলেন বলিউডের অন্যতম সুপারহিট নায়িকা শিল্প শেট্টি।

শিল্পা তার মেয়ের নাম রেখেছেন সমিশা। মেয়ের হামাগুড়ি দেওয়া একটি ভিডিও পোস্ট করে শিল্পা ক্যাপশনে লিখেছিলেন, “মাম্মা, তোর মুখ থেকে এই ডাক শুনেছি। আজ তোর এক বছর বয়স হল। তুই আমার পাওয়া সেরা উপহার। তোর প্রথম দাঁত ওঠা, তোর বলা প্রথম শব্দ, তোর প্রথম হাসি… সব আমার কাছে স্পেশ্যাল। শুভ প্রথম জন্মদিন। গত বছরের প্রত্যেকটা দিন তোকে নিয়ে আনন্দে কেটেছে। আমি প্রার্থনা করব, এমন স্নেহেই যেন থাকতে পারিস তুই…।’

তবে এবার ছেলে – মেয়ের আদুরে ভিডিও শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা। গতকাল ছিল ‘ভাই দিবস’। এই দিনে সকল ভাই-বোনেরা এক অপরকে শুভেচ্ছা জানায়। তেমনি এই বিশেষ দিনে ছেলে এবং মেয়ের একটি আদুরে ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা। সেখানে শিল্পার দুই খুদে বিহান এবং সামিশার খুনসুটি উঠে এসেছে।

শিল্পার শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, ‘ডাব খাচ্ছে বিহান। এবং সেই ডাব খেতে চাওয়ার আবদার করছে সামিশা তার দাদা বিহানের কাছে । এরপর বিহান বোন সামিশাকে বলছে, ‘আপনার কী চাই ম্যাডাম? এটা এখন আপনাকে দেওয়া যাবে না।’ এরপরই শিল্পাকে বলতে শোনা যায়, ‘বিহান ভাগ করলে ভালবাসা বাড়ে’। সঙ্গে সঙ্গে বিহান ডাবের স্ট্রটা তাঁর বোনকে দেয়।’

এই ভিডিও শেয়ার করে শিল্পা ব্রাদার্স ডে-এর শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভিড়ল হয়ে যায়। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। নেটিজেনরাও ভাই বোনের এমন ভালোবাসা দেখে ভালোবাসায় ভরিয়ে দেয়।

Back to top button