বিনোদন

কালো পোশাকের হটনেসে মাতাচ্ছেন নেট দুনিয়া, মিমি চক্রবর্তীর বোল্ড লুকে ঘায়েল হাজারো পুরুষ হৃদয়, ভাইরাল ছবি

বাংলা টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বর্তমান অভিনেত্রী তৃণমূল সাংসদ। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার পর থেকেই পরিচালক রাজের সঙ্গে তার সম্পর্কের সূত্রপাত হয়। অবশ্য তখন এমনটাই গুজব শোনাযাচ্ছিলো যে রাজ তখন পায়েল সরকারের সঙ্গে প্রেম করছিলেন। মিমির সাথে সম্পর্কের পর পায়েলের সঙ্গে তার বিচ্ছেদ চলে আসে। আর মিমি অন্যদিকে রাজের অনেকটা দূরে গিয়ে নিজের পরিচয় তৈরি করেন। বর্তমনে পরিস্থিতিতে শুভশ্রী রাজের বাগদত্তা।

মিমি চক্রবর্তী আর নুসরাত দুজনেই বর্তমান তৃণমূল সাংসদ। তাদের সম্পর্ক বন্ধুর থেকেও বেশি বোন। সম্প্রতি রচনা ব্যানার্জীর দিদি নাম্বার ওয়ান শোয়ে হাজির হন মিমি ও নুসরাত। সেখানে মিমির বড় খোজা নিয়ে প্রসঙ্গ উঠলে লজ্জায় রাঙা হয়ে ওঠেন অভিনেত্রী মিমি। সেই প্রসঙ্গে নুসরাত বলেন বোন মিমির পছন্দ বিদেশি ছেলে কিন্তু তার লুক হতে হবে বাঙালি।

একবার মিমির সাথে তার ব্যাক্তিগত জীবনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান “একদম একাই থাকি, সঙ্গী বলতে চিকু আর ম্যাক্স। ভাগ্যিস ওরা ছিল! ওদের সঙ্গে এখন অনেকটা সময় কাটে। বাবা আছেন, কিন্তু বাবা চুপচাপ। কাগজ, খবর নিয়ে থাকে। এখন মনে হয় যদি মা থাকতেন, উফ! গল্প করতে পারতাম অন্তত। বড্ড একা লাগছে। কেউ নেই। খুব জলপাইগুড়ির কথা মনে পড়ছে। ওখানে আমার অনেকে আছেন। মন খুব কেমন কেমন করলে দিদির নয় মাসের বাচ্চার সঙ্গে কথা বলি, ওকে দেখি। বাচ্চারা মন হালকা করে দেয়।”

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী বেশ ঘুরতে ভালোবাসেন। যখনই সময় পান তিনি ঘুরতে যান নানান জায়গায়। তবে তাঁর এই সকল ট্যুরে তাঁকে প্রায় সঙ্গ দেন টলিউডের আরেক অভিনেত্রী পার্ণো মিত্র। সম্প্রতি মিমি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর শুটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, মিমি সম্পূর্ণ ব্ল্যাক ক্যাট সেজেছেন। পরনে, কালো প্যান্ট কালো হাই হিল বুট, কালো ওরনা, কালো ক্রপ টপ।অভিনেত্রীর পোজ দেখে বোঝা যাচ্ছে যে তিনি ব্যাস্ত রয়েছেন শ্যুটিংয়ের জন্য।

Back to top button