বলিউডে ফের খুশির খবর, তৃতীয় সন্তানের মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী লিসা

বলিউডে সুপরিচিত অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম নায়িকা ও মডেল হলেন লিসা হেডেন। সম্প্রতি লিসা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি ফের তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। লিসা বিয়ে করেছিলেন দিনো লালভানিকে ও তাদের দুই পুত্র সন্তানও রয়েছে। আর এর মধ্যেই লিসা আরও একবার জানালেন যে তিনি ফের গর্ভবতী হয়েছেন ও তাদের তৃতীয় সন্তানের আগমন ঘটছে।
বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী লিসা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এই বছরের জুন মাসে আসছে।
লিসার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে লিসা তার ছেলেকে জিজ্ঞেস করছেন “তুমি কি সবাইকে জানাবে, তোমার মাম্মির ভেতরের টাম্মিটা কে? তার উত্তর, বোন!”
আর সেই ভিডিও দেখে ইটা বোঝা যাচ্ছে যে দুই পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের মা হওয়ার ইচ্ছে প্রকাশ করছেন অভিনেত্রী লিসা। এর আগে ২০১৭ সালে প্রথম পুত্র সন্তানের জ্যাকের বাবা -মা হন এই দম্পতি। তারপর তাদের কল আলো করে ঘরে আসে আর এক নতুন পুত্র সন্তান লিও। তাই আগামী জুন তারা আবার কন্যা সন্তানের জনক জননী হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন। প্রসঙ্গত, লিসা হেডেনকে সর্বশেষ ‘এ দিল হ্যায় মুশকিল’ সিনেমায় দেখা যায় সেই সিনেমায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর ও অনুষ্কা শর্মা।
View this post on Instagram
View this post on Instagram