বিনোদন

প্রকাশ্যে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক পোস্টার, মুগ্ধ করলো ফ্যানেদের

করণ জোহরের জন্মদিনে প্রকাশ্যে এল রণবীর-আলিয়ার ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে এই জুটির রসায়ন মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের।

‘রকি অর রানি কি প্রেম কাহানি’ দিয়ে লম্বা বিরতির পরে পরিচালনায় ফিরেছেন করণ জোহর। এবছরের শুরুর দিকেই শেষ হয়েছিল ছবির শুটিং। বৃহস্পতিবার প্রকাশ্যে ফার্স্ট লুক পোস্টার।

পোস্টারে রণবীর সিং-কে দেখা গেছে সানগ্লাস। গলায় চেইন। আরেক পোস্টারে পড়েছেন জ্যাকেট। আর আলিয়াকে দেখা গেছে মিষ্টি লুকে। চোখে কাজল, কপালে কালো টিপ। নাকে নথ। খোলা চুল।

এর আগে ‘গাল্লি বয়’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। এটি একসঙ্গে তাদের দ্বিতীয় সিনেমা।

‘রকি অর রানি কি প্রেম কাহানি’-তে আলিয়া ভাট, রণবীর সিং ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চন। ছবিটি ২৮ জুলাই মুক্তি পাবে।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

সূত্র: হিন্দুস্তান টাইমস

Back to top button