বিয়ের পরের দিনই রান্নাঘরে তৃনা, শশুড়বাড়ির সকলকে গরম চা করে খাওয়ালেন, দেখুন সেই ছবি

নতুন বছর শুরু হতেই টলিপাড়ায় বিয়ের শোরগোল শুরু হয়ে যায়। ইমন নীলাঞ্জনের পর এবার নীল তৃনা জুটি বিয়ে সেরে ফেলে। ৪ ঠা ফেব্রুয়ারিতে তাদের বহু দিনের প্রেমের পটিনটি ঘটে। দক্ষিণ ককলকাতার একটি ক্লাবে বিয়ের আসর বসেছিল। কৃষ্ণকলি সিরিয়ালের অভিনেতা নীল সেই আসরেই প্রেমিকা তৃনার কপাল সিঁদুরে রাঙিয়ে দেন। কৃষ্ণকলি ধারাবাহিকে শ্যামার সঙ্গে বিয়ে নম নম করে হলেও রিয়েল লাইফে দীর্ঘদিনের প্রেমিকা তৃনার সঙ্গে জমিয়ে বিয়ের অনুষ্ঠান সেলিব্রেট করেন নীল।
বহুদিনের অপেক্ষার অবসান ঘটলো। অনেক দিন থাকাই তাদের বিয়ের খবর শোনা যাচ্ছিলো। কথা ছিল ২০২১ এই বিয়ে করবেন এই জুটি। আর সেই কথামতোই জানুয়ারি থেকে ব্যাচেলর পার্টি আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়েছিল। আর ফেব্রুয়ারি পড়তেই সেই শুভক্ষণ এসে হাজির। দর্শকরা ভালোবেসে তাদের নাম দেন ‘ত্রিনীল’।
View this post on Instagram
সত্যি মনে রাখার মত একটি বিয়ে। বিয়েতে ছিল সব এলাহী আয়োজন। সন্ধ্যে নামার সাথে সাথেই বরের জলপথে আগমন আর এই জুটির বিয়েতে মুখ্যমন্ত্রীর আগমন বিয়ের গুরুত্ব অনেকটাই পাল্টে দিয়েছে। নানারকম ফুল দিয়ে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল। তারকাদের হাট, মালা বদলের খুনসুটি, শুভদৃষ্টি, সিঁদুর দান সব মিলিয়ে এলাহি আয়োজন ছিল তৃণার তরফ থেকে।বিয়ে হয়ে গেলো তবে রিসেপশমন এখনো বাকি। ভ্যালেন্টাইন্স ডে’র দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারিতে তাদের রিসেপশন হতে চলেছে। সেখানেও রয়েছে অনেক চমক।
View this post on Instagram
বিয়ের পর তৃনা চলে আসেন শশুরবাড়িতে। বিয়ের পর তৃনাকে নতুন সাজে দেখা গেল। তার এদিনের সাজও চোখে পড়ার মত পরনে লাল শাড়ি, খোলা চুল, গা ভর্তি সোনার গহনা আর হাতে গরম চা। তৃনা নিজে শশুরবাড়িতে সকলের জন্য গরম চা বানিয়ে এনেছে। অভিনেত্রী তৃনার চা পরিবেশনের ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করার পর লেখা হয়েছে ‘নতুন বৌদি’।নিমেষে ভাইরাল সেই পোস্ট।
View this post on Instagram