বিনোদন

জানা গেলো অন্তিম পর্বের দিনক্ষণ, এবার সত্যিই বন্ধ হচ্ছে মিঠাই, মাথায় হাত দর্শকদের

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। দীর্ঘ দুই বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকদের আনন্দিত করে তুলছে। জি বাংলার পর্দায় জনপ্রিয় এই সিরিয়ালকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। টিআরপি কমলেও জি বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি। তবে কোনো কিছুই তো সারা জীবন থাকে না। কোনো কিছু শুরু হলে তা একদিন না একদিন শেষ হবেই। এইরকমই জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের ঘনিয়ে এল সেই শেষ দিন। প্রায় দুই বছর ধরে জি বাংলার এই ধারাবাহিকটি চলছে।

প্রথম দিকে যেমন জনপ্রিয় ছিল এই ধারাবাহিক এখনও একইরকম জনপ্রিয়তা ধরে রয়েছে এই সিরিয়াল। টিআরপি কম থাকলেও জনপ্রিয়তা কমেনি এই ধারাবাহিকের। তবে এর আগে বহুবার এই সিরিয়াল বন্ধের ব্যাপারে ভুয়ো খবর শোনা গিয়েছে। কিন্তু এবার আর ভুয়ো খবর নয়। শেষের পথে মিঠাই! এক সূত্রের মাধ্যমে জানা গেছে এপ্রিল মাসের ২৩ তারিখে মিঠাইকে শেষবারের মত পর্দায় দেখা যাবে। বর্তমানে সিরিয়ালের গল্পে দেখানো হচ্ছে কিডন্যাপ হয়েছেন উচ্ছেবাবু। তবে বাস্তবে শুটিং ফ্লোরে আঘাত পেয়ে আপাতত বিশ্রামে আছেন সিদ্ধার্থ ওরফে আদৃত রায়।

জি বাংলায় চলা সব থেকে পুরনো সিরিয়াল হল মিঠাই ধারাবাহিক। তবে শুধু জি বাংলা নয়, এই মুহূর্তে বাংলা টেলিভিশনের প্রত্যেকটি চ্যানেলের নিরিখে সবথেকে পুরনো সিরিয়াল হল মিঠাই। প্রথমে যেরকম জনপ্রিয়তা পেয়েছে মিঠাই এখনও সেই জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। তবে জি বাংলা এরই মধ্যে নতুন একটি ধারাবাহিক নিয়ে আসার খবর জানিয়ে দিয়েছে।

জি বাংলার এই নতুন ধারাবাহিকের নাম ‘ফুলকি’। এপ্রিল মাসের শেষের দিকে ‘ফুলকি’র সম্প্রচার শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মিঠাই বন্ধ হলে তার স্লটই ‘ফুলকি’ পাবে বলে অনুমান করা হচ্ছে।

Back to top button