বিনোদন

শিরিনের ঠান্ডা মাথায় ‘খুন’ দেখে অবাক দর্শক! পরবর্তী এপিসোড দেখতে অপেক্ষায় দর্শক

এই সময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো গুড্ডি।শুরুরদিকে এই সিরিয়ালটি দর্শকদের সমালোচনার মুখোমুখি হয়ে থাকতো।কারণ ধারাবাহিকটিতে পরকীয়ার একটি নোংরা চরিত্র দেখানো হয়েছে।এবং তার খারাপ প্রভাব সমাজে পড়ছে বলে মনে করছেন ধারাবাহিকের নিয়মিত দর্শকরা।বিশেষ করে গল্পের নায়ক অনুজের চরিত্র নিয়ে নানা প্রশ্ন উঠছে। সে একবার শিরীনকে ভালবাসে আবার একবার গুড্ডিকে ভালোবাসে শেষে আবার শিরীনকে বিয়ে করে।

এসব আগের ঘটনা।সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা জানেন গুড্ডির জীবনে নতুন একজনের এনট্রি হয়েছে।তার নাম যুধাজিৎ।গল্পের লেখিকা লীনা গাঙ্গুলি বেশ কায়দা গুড্ডির জীবন থেকে অনুজ কে সরিয়ে যুধাজিৎকে নিয়ে এসেছেন।সেটাও করা এতো একটা সহজ হয়নি অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আস্তে হয়েছে।এতকিছু হওয়ার পরেও গল্পে অনুজের স্ত্রী শিরীন গুড্ডিকে সহ্য করতে পারে না।

তাই সে গুড্ডিকে নিজের পথের বাধা মনে করে এবং তাকে নিজের পথ থেকে সরানোর জন্য নানা চেষ্টা করে।গুড্ডির বিরুদ্ধে ঠান্ডা মাথায় খুন করার পরিকল্পনা তৈরি করে শিরীন। তারপর সেদিন ফলের রসে বিষাক্ত ওষুধ মিশিয়ে গুড্ডিকে খাইয়ে দেয়। খাওয়ার পর গুড্ডি যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং মুখ দিয়ে ফেনা বের হয়। সবাই এটিকে হার্ট অ্যাটাক ভাবলেও, এর পেছনে যে শিরিনের হাত রয়েছে সেটা কেউই জানতে পারে না।

এই দৃশ্য দেখে রেগে উঠেছে দর্শক।ধারাবাহিকের নিয়মিত দর্শক এটা নারকীয় হত্যাকাণ্ড এর সাথে তুলনা করেছেন। এইসব নিয়ে এক নেটিজেন লিখেছেন,’ঠাণ্ডা মাথায় খুন / খুনের চেষ্টা, এই ঘৃণ্য অপরাধের কিন্তু আইনের বিচারে চরম শাস্তি হওয়ার কথা ! আশা করবো লেখিকার কলম তার ‘মানসকন্যা শিরীন’ কে শাস্তি দিতে পক্ষপাত করবেন না। একজন শিক্ষিত পরিবারের মেয়ে হয়ে শুধুমাত্র একজন পুরুষ কে পাওয়ার জন্য এই কাজ করা কি সমীচীন ? কোনটা বেশি অপরাধের একজনকে ভালোবাসা (গুড্ডি ) নাকি একজনকে খুন করা (শিরীন)’।

Back to top button