বিনোদন

খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরলেন স্বস্তিকা, ভাইরাল জনপ্রিয় অভিনেত্রীর ছবি

বাংলা টেলিভিশনের বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বস্তিকা দত্ত। আর একজন জনপ্রিয় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যাস্ত আছেন অভিনেত্রী স্বস্তিকা। অপরদিকে শোভন নিজের গান নিয়ে ব্যাস্ত আছেন। সম্প্রতি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ‘তুমি আসবে বলে’ ছবিতে প্লেব্যাক গেয়েছেন। ধারাবাহিকে স্বস্তিকা অর্থাৎ রাধিকা চরিত্র বেশ জনপ্রিয়।

সম্প্রতি টলিমহলে শোনা যায় যে তারা নাকি দুজনে একসাথে ডেট করেছেন। কিন্তু তাদের কাছ থেকে এ বিষয়ে জানা হয়নি যে তারা প্রেম করছেন কি না। সোশ্যাল মিডিয়ায় তাদের বিষয়ে এই গুঞ্জন ভেসে আসে। মাঝে মধ্যেই এই জুটি নিজেদের একসাথে ছবি পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বিষয় তাকে এড়িয়ে গিয়ে বলে তারা শুধু ভালো ফ্রেন্ড।

চলতি বছর ফেব্রুয়ারির ২২ তারিখে নিজেদের প্রেমের কথা প্রথম প্রকাশ্যে আনেন স্বস্তিকা। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,‘হ্যাঁ’। অপরদিকে গায়ক শোভনও একই ছবি শেয়ার করেছেন আর ক্যাপশনে লিখেছেন, ‘দুই দিয়ে গুণ-দ্বিগুণ’।এই ছবি পোস্ট করার কিছুদিন আগেই শোভনের খুব ভালো বন্ধু গায়ক দুর্নিবার আর মীনাক্ষী সাত পাকে বাঁধা পড়লেন। আর তাদের বিয়েতে শোভন ও স্বস্তিকা আইবুড়োভাত থেকে বিয়ের নানান আচার অনুষ্ঠানে একসাথে থাকেন। তবে ফেব্রুয়ারি মাসেই তাদের প্রেমের কথা স্বীকার করেন অভিনেত্রী স্বস্তিকা নিজেই।

 

View this post on Instagram

 

A post shared by Swastika Dutta🍁 (@swastika023)

তবে এবার জনপ্রিয় অভিনেত্রীকে দেখা গেলো নতুন অবতারে। একদম হালকা খোলা মেলা পোশাকে। নতুন এই লুকে স্বস্তিএককে লাগছে আবেদনময়ী এক নারী। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by Swastika Dutta🍁 (@swastika023)

Back to top button