বিনোদন

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে গুজব! নিষেধ করলেন হাসপাতালের ডাক্তাররা

হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আইসিইউতে থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তরলের পাশাপাশি তিনি সাধারণ পথ্য খাচ্ছেন। তাই কিগবদন্তি এই গায়িকার সম্পর্কে অযথা গুজব ছড়াতে নিষেধ করেছেন ডাক্তাররা।

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে লতা মঙ্গেশকরের জন্য সুস্থতা প্রার্থনা করুন। নিউমোনিয়া ও কোরোনাযাতে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছিলেন ভারত রত্ন প্রাপ্ত এই গায়িকা।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি থেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। গত ৮ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। পর দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষা করে গায়িকার শরীরে নিউমোনিয়ার উপস্থিতিও পান চিকিৎসকরা।

সে সময় ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে জানানো হয়, শরীরে করোনার কোনো উপসর্গ না থাকলেও বয়স বিবেচনায় অন্তত ১০ দিন আইসিইউতে রেখে চিকিৎসা দিতে হবে লতা মঙ্গেশকরকে। সেই ১০ দিন পার হয়েছে বুধবার। এখন কেমন আছেন ৯২ বছর বয়সী সুরসম্রাজ্ঞী?

লতা মঙ্গেশকরের বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানিয়ে বুধবার তার চিকিত্সক প্রতীত সামদানি জানান, ‘উনি এখনও আইসিইউতেই রয়েছেন। উনার অবস্থা স্থিতিশীল। আমরা সেরাটা দিয়ে চেষ্টা করছি, যাতে উনি দ্রুত সেরে উঠেন। ওনার আরোগ্য কামনায় প্রার্থনা করুন’।

একই দিন লতা মঙ্গেশকরের মুখপাত্র অনুশা শ্রীনিবাসন আইয়ার জানান, ‘লতা দি’র শারীরিক পরিস্থিতি এক্কেবারে স্থিতিশীল। চিকিত্সকরা সায় দিয়ে তবেই বাড়ি ফিরবেন’। লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি বিগড়ে যাওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দেন তিনি।

Back to top button