বিনোদন

১০০ কোটির বাড়ি, প্রাইভেট জেট! সুপারস্টার অল্লু অর্জুনের কাছে রয়েছে বিশ্বের এই ৫ মূল্যবান জিনিস

সাউথের সুপারস্টার আল্লু অর্জুনের জনপ্রিয়তা কিন্তু শুধুমাত্র দক্ষিণ ভারতে আটকে নেই ,গোটা দেশে তার অসংখ্য ফ্যান ছড়িয়ে রয়েছে। নিজের অভিনয়ের মাধ্যমে গোটা ভারতের অসংখ্য মানুষের মন জয় করেছেন তিনি। অসাধারণ স্টাইল সেন্সের পাশাপাশি নম্র স্বভাবের মাধ্যমেও বহু মানুষের মন কেড়ে নিয়েছেন তিনি। আজ এই সুপারস্টারের জন্মদিন। আল্লু অর্জুন খুব কম বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন।

বিগত ২ দশকে তিনি তার সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে নিয়েছেন। বর্তমানে তার পারিশ্রমিকও বেশ চড়া। শোনা যাচ্ছে ‘পুষ্পা ২’-এর জন্য আল্লু অর্জুন ১২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে তার মাসিক উপার্জন হল ২ কোটি টাকা। তবে শুধু সিনেমাই নয়। বিজ্ঞাপন এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে অনেক টাকা উপার্জন করেন অভিনেতা।

বিভিন্ন বিজ্ঞাপনের জন্য তিনি নাকি ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন। অভিনেতা আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ এখন ৩৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অভিনেতা তার স্ত্রী, পুত্র এবং কন্যাকে নিয়ে থাকেন ১০০ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়িতে। আল্লু অর্জুনের এই বাড়িটি রয়েছে হায়দ্রাবাদের জুবিলী হিলসে।

তবে বাড়ির পাশাপাশি তার একাধিক গাড়ির কালেকশনও রয়েছে। রেঞ্জ রোভার, মার্সিডিজের মত গাড়ির কালেকশন আছে অভিনেতার। এছাড়া তার কাছে রয়েছে একটি ব্যক্তিগত প্লেন। গোটা ভারতে যে কজন তারকার কাছে ব্যক্তিগত প্লেন রয়েছে তাদের মধ্যে সুপারস্টার অল্লু অর্জুন একজন।

Back to top button