২০২১-পরতেই সানি লিওন ফিরে এলেন শুটিংয়ে, নতুন সুপারহট ওয়েবসিরিজে দেখা যাবে তাকে
বলিউডের সুপার হট বেবি ডল সানি লিওন ধুয়ে দিলেন 2020 কে। দেখা যায় হট মম সানি সমুদ্রের নোনো জলে পার্টি করতে করতেই বিদায় জানালেন 2020 কে। 2020 সালে ৩১ ডিসেম্বর সানি লিওন কে বন্ধুদের সাথে পার্টি করতে দেখা যায়। এই ছবির ক্যাপশনে লেখেন , Let ‘s wash away 2020।
২৫ ডিসেম্বর ক্রিসমাসের দিন রাত্রেই পার্টি করেন সানি তাঁর ইন্ডিয়ান ফ্যামিলিদের নিয়ে। সেদিন সানি লিওন সবুজ টপ ও গোলাপি প্যান্ট এর রঙের ড্রেসে তাকে দেখা যায়। নাইট ড্রেসেই ড্যানিয়েলকে ক্রেজি লুকে দেখা যায়। অভিনেত্রী সুপার হট সানি লিওন এক মেয়ে ও দুই ছেলের সঙ্গে প্রচুর আনন্দ উপভোগ করছেন।
View this post on Instagram
সেদিন রাত্রে সানিকে তাঁর স্বামী ড্যানিয়েলের হাত ধরে একটা মিষ্টি নাচের আয়োজনেরও দেখা যায়। একদম ঘরোয়া লুকে স্বামীর হাত ধরে নাচতে দেখা যায় গ্ল্যামারাস অভিনেত্রী সানি লিওন কে।
View this post on Instagram
এই নতুন বছরে সানি মাতাতে আসছে ওয়েব সিরিজের দুনিয়া। সানি নিজের মুখেই সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের সুখবর দিলেন। ২০২১ এর থ্রিলার ওয়েব সিরিজে সানি লিওন কে প্রথম দেখা যায় এবং তাতে সানি খুব উত্তেজিত ছিল। পরিচালক বিক্রম ভাটের পরিচালনায় ‘অনামিকা’ নামের ওয়েব সিরিজে অভিনেত্রী সানি লিওনকে একেবারে নতুন অবতারে দেখা যায়। পরিচালক বিক্রম ভাটের পরিচালনায় অনামিকা ওয়েব সিরিজে ১০ টি এপিসোড থাকছে। দেখা যায় ইতিমধ্যেই প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে।
View this post on Instagram