স্বামীর সাথে সম্পর্ক খারাপ নিয়ে মুখ খুললেন সুনিধি চৌহান, মনের কথা জানালেন বলিউড গায়িকা

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা হলেন সুনিধি চৌহান। বলিউডের যেকোনো আইটেম নাম্বারে গানের জন্য তিনিই ছিলেন সুরকারদের প্রথম পছন্দ। তবে তিনি শুধু আইটেম সং নয় গেয়েছেন রোমান্টিক গানও। সোনু নিগম ও শানের সাথে গলা মিলিয়েছেন একাধিকবার।
গত বছরেই বলিউডের সংগীত জগতে গুঞ্জন ছড়িয়ে পরে যে জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান আর থাকছেন না স্বামী হিতেশ সোনিকের সাথে। আর এই গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেই সময় মুখে কুলুপ এটেছিলেন এই গায়িকা। তবে সেই সময় হিরতেস সেই গুঞ্জনের কথা উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার এক বছর পর সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন গায়িকা।
এক বিনোদন মাধ্যমের খবর অনুযায়ী সুনিধি বলেছেন “স্বামীর সঙ্গে ঠিকঠাক চলছে তাঁর জীবন।এখন সব ঠিকঠাক আছে। হিতেশ ও আমি একত্রবাস করছি।”
প্রসঙ্গত, সুনিধি ও হিতেশ তাদের দাম্পত্য জীবন শুরু করেন ২০১২ সালে। তাদের কোল জুড়ে প্রথম সন্তান আসে ২০১৮ সালে।
গত বছর গুঞ্জন রটেছিল যে স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন সুনিধি। কিন্তু সেই সময় স্বামী হিতেশ সংবাদ মাধ্যম কে বলেছেন “সম্ভবত সুনিধি এ ব্যাপারে মন্তব্য করতে চাইছেন না। কারণ, এ ধরনের খবর এতটাই আপত্তিকর যে সুনিধি এ ব্যাপারে ভাবছেনই না।আমরা একই ছাদের নিচে বাস করছি।”
View this post on Instagram