বিনোদন

হঠাৎ বিয়ে! সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষার সিঁথি ভর্তি সিঁদুর ছবি দেখে সমালোচনায় মত্ত নেটিজেনরা

মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের সাদামাটা পোশাকে দেখা দিচ্ছে নতুন টুইস্ট।পরনে লাল টুকটুকে শাড়ি।ব্লাউজও নাকি লাল রঙের। হাতে শাখা পলাও রয়েছে। সব কিছু ঠিক থাকলেও মাথার সিঁদুর এতটাই যে নাগ পর্যন্ত পরে গিয়েছে।যজ্ঞের আগুনের পাশে সৌমিতৃষার এইরূপ ছবি ক্যামেরা বন্দি হওয়ায়, ভক্তদের মধ্যে নানা প্রশ্ন জাগছ। তবে কি বিয়ে করে ফেললেন এই নায়িকা?

অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও ঘন ঘন একটিভ থাকতে দেখা যায় সৌমিকে। দর্শকদের জন্য মাঝেমধ্যেই নিজের ফটো রিল ভিডিও শেয়ার তিনি। এছাড়াও ইন্সটা তে ৮ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে তার।রয়েছে একাধিক ফ্যান পেজও।টেলিপাড়ার অন্যান্য অভিনেত্রীদের খুব সহজেই টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

সামাজিক মাধ্যমে পোস্ট করা তার কোনো ছবি দ্রুত গতিতে নেট দুনিয়ায় ছড়িয়ে পরে। তাই সম্প্রতি তার পোস্ট করা ছবি দেখে রীতিমতো হতবাগ নেটিজেনরা।যজ্ঞের আগুনের পাশে নববধূর সাজে বসে থাকা সৌমিতৃষার এই ছবি দেখে দর্শকদের মধ্যে নানা প্রশ্ন উঠছে।

আপনারা যা ভাবছেন তা সত্যি, কিন্তু সেটি বাস্তব জীবনে নয় টিভির পর্দায়। কয়েকদিন আগে গল্পে দেখা যায় যে মিঠাইকে নিজের কাছে আটকে রাখার জন্য নফর চন্দ্র দাস তার ছেলের সাথে মিঠাইয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সেটি আর সফল হয়না শেষ মুহূর্তে সেখানে হাজির হয় সিদ্ধার্থ।তাদের মধ্যে ধস্তাধস্তির পর সিডের হাত থেকে সিঁদুর পরে মিঠাইয়ের মাথায়।

সাদামাটা লুকের এই ছবি শেয়ার করেন অভিনেত্রী। তার এই ছবি পোস্ট করার পরেই নেট দুনিয়ায় সমালোচনার শেষ নেই।একজন লিখেছেন,’ তুমি অগ্নিসম পবিত্র’। আবার কেউ লিখেছেন,লাল শাড়িতে তাকে সব থেকে বেশি ভালো মানায়।সম্প্রতি মিঠাই শেষ হয়ে যাওয়ার খবর পেয়ে দর্শকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।
যদিও সিরিয়ালের পক্ষ থেকে কোনোরকম খবর পাওয়া যায়নি।

Back to top button