বিনোদন

বলিউডের মাদককাণ্ড নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন ষ্টার কমেডিয়ান জনি লিভার

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক কাঁদে উত্তাল হয়ে ওঠে বলিউড। আর সেই মাদক মামলায় েকে েকে উঠে আসে বলিউডের বিভিন্ন তারকার নাম। জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, অর্জুন রামপাল, শ্রদ্ধা কাপুরসহ একাধিক তারকাদের। আর এবার সবশেষে গ্রেফতার করা হলো জনপ্রিয় টিভি কমেডিয়ান ভারতী সিংহ ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে।

আর এবার তাদের গ্রেফতরের বিষয় নিয়ে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় কমেডি কিং জনি লিভার। তিনি ওই দুই তারকাকে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে জনি বলেন ‘হর্ষ এবং ভারতীর বয়স কম। কম বয়সে মাদকের জালে জড়িয়ে সংবাদমাধ্যমে নাম আসলে, বাড়ির লোকেদের কী অবস্থা হয় একবার ভাবুন। জেল থেকে বের হয়ে হর্ষ-ভারতী যেন তাদের সহকর্মীদের সঙ্গে কথা বলেন। তারা যেন মাদকের জালে জড়িয়ে না পড়েন।’

এরপর জনি সঞ্জয় দত্তের উদাহরণ দিয়ে বলেন ‘সঞ্জয় তার নিজের দোষ স্বীকার করে নিয়েছেন পুরো পৃথিবীর মানুষের সামনে। এর থেকে বড় উদাহরণ কী হতে পারে? বলিউডের কম বয়সী তারকারা যদি দিনের পর দিন মাদকের নেশায় ডুবে থাকেন তাহলে ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাবে। ইন্ডাস্ট্রির বদনাম হয়ে যাবে।’

সম্প্রতি টিভি তারকা ভারতী সিং এর বাড়িতে তল্লাশি চালিয়ে গাজা উদ্ধার করেছে এনসিবি। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হয় এনসিবি দফতরে এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালত তাদের ১৪ দিনের জেল হেফাযতে পাঠানো হলেও আজ দুজনের জামিন মঞ্জুর করা হয়েছে ১৫০০০ টাকা ব্যক্তিগত জরিমানা করে।

Back to top button