বিনোদন

পোশাক নিয়ে চূড়ান্ত অশ্লীল মন্তব্য শুনতে হলো শ্রাবন্তীকে, মুহূর্তেই ভাইরাল সেই ছবি

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে অভিনেত্রী শ্রাবন্তীর নাম। তার মিষ্টি মুখ ও অভিনয় দক্ষতা তাকে করে তুলেছে জনপ্রিয়। এছাড়াও শ্রাবন্তী মাঝে মাঝে জড়িয়ে পড়েছেন বিতর্কে। কারণ তিনি প্রথমে তার প্রেমিক ও পরিচালক রাজীব কে ডিভোর্স দেওয়ার পর করেন দ্বিতীয় বিয়ে। সেই বিয়ে দীর্ঘস্থায়ী না হলে তিনি আবার বিয়ে করেন পাঞ্জাবি যুবক রৌশন কে। আর সেই কারণেই তিনি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে থাকেন চর্চার কেন্দ্র বিন্দু হয়ে। তবে এবার শ্রাবন্তীকে শুনতে হলো অশালীন মন্তব্য তার পোশাক নিয়ে।

সম্প্রতি ইনস্টাগ্রামের একটি ফ্যানপেজ থেকে শ্রাবন্তী চ্যাটার্জির কয়েকটি ফটোর কোলাজ শেয়ার করা হয়েছে। আর সেই ফটো গুলোকে ঘিরেই করা হয়েছে অশালীন মন্তব্য। ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তীর পরনে রয়েছে একটি ফুলহাতা টপ, ধূসর রঙের প্যান্ট ও চোখে সানগ্লাস। দেখে মনে করা হচ্ছে যে তিনি হয়তো ঐছবি কোনো পাহাড়ে ঘুরতে গিয়ে তুলেছেন। আর ছবি দেখেই বোঝা যাচ্ছে তিনি হয়তো কোনোও ফ্যানের অনুরোধেই ওই ছবি গুলি তুলেছিলেন।

তবে ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল হয়ে যায় ও তার ছবির নিচে নেটিজেনরা করতে থাকেন অশালীন কটাক্ষ। যদিও শ্রাবন্তীর পোশাক কোনো ভাবেই অশালীন ছিল না। তবুও তাকে এই ছবি গুলির জন্যই শুনতে হয়েছে কটাক্ষ। তবে কটাক্ষের পাশাপাশি অনেকেই তার এই ছবির প্রশংসাও করেছেন।

Back to top button