বিনোদনভাইরাল ভিডিও

খোলা চুলে উষ্ণতা ছড়িয়ে, স্টাইলিশ ড্রেসে তুমুল নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘দেশের মাটি’-র নোয়া

ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’। এই ধারাবাহিকে ‘নোয়া’র চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস। এর আগে তিনি ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে অভিনয় করেছেন সেখান থেকে ‘দেশের মাটি’। এই ধারাবাহিকের মাধ্যমে তার জনপ্রিয়তা বেড়ে যায়। সকলের পরিচিত হয়ে ওঠে নোয়া ওরফে শ্রুতি দাস। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন করোনায়। এখন সুস্থ আছেন। শ্রুতির অভিনয়, গানের গলা, নাচ সবই ভালো করে রপ্ত করেছেন। নিজের দক্ষতায় টলিপাড়াতে বেশ জনপ্রিয়।

কিন্তু অভিনেত্রীর জনপ্রিয়তার পাশাপাশি তিনি বারবার ট্রোলের মুখোমুখিও হয়েছিলেন। কিন্তু তিনি তার মোক্ষম জবাব দিয়েছিলেন। প্রায়দিনই অচেনা অচেনা কিছু কুরুচিকর ব্যক্তিদের নানান কুমন্তব্য শুনতে হয় অভিনেত্রীকে, তবে এই মানুষদের নোংরা মানসিকতার সঙ্গে এখন অনেকটাই খাপ খাইয়ে নিয়েছেন শ্রুতি।

অভিনেত্রী শ্রুতি এই কুরুচিকর মন্তব্য এড়িয়ে যেতেই পারতেন। তবে এরকম মস্তিষ্কের মানুষদের প্রশ্ন এড়িয়ে নয় সরাসরি সকলের সামনে উত্তর দেওয়া উচিত। এরপর আর কোনো মেয়েকে এই ধরণের প্রশ্ন করতে দুবার ভাববে মানুষ। শ্রুতিকে এর আগেও গায়ের রং নিয়ে মন্তব্য শুনতে হয়েছিল। প্রেমিক স্বর্ণেন্দুকে নিয়ে নানান কটুক্তি শুনেছেন এবং এখনো শোনেন শ্রুতি।

নোয়া ওরফে শ্রুতি দাস বর্তমান বরাবরই আলোচনার শীর্ষে থাকছেন। প্রায়ই প্রতিদিনই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম চর্চা চলতে থাকে। এবারে দেখা গেল অভিনেত্রী একটি ভিডিওতে নাচতে দেখা গেল। চুল খুলে হটনেস ছড়িয়ে দিচ্ছেন ছোটপর্দার শ্রুতি দাস। এই মুহূর্তে শ্রুতিকে দেখলে বলিউডের জ্যাকলিনকে মনে আসবে। সকাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি সোশ্যাল মিডিয়ায় দাপটের সঙ্গে ফটোশ্যুট করে যাচ্ছেন, কখনো বানাচ্ছেন ইনস্টাগ্রাম রিল। লকডাউন খুব ভালোভাবেই কাটাচ্ছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

Back to top button