বিনোদন

গোটা বিমান জুড়ে সোনুর ছবি, এক সময়ে ট্রেনে ওঠার ভাড়াও ছিল না তার

খবরের শ্রীবিনামে উঠে এলেন ফের বলিউডের সুপারস্টার অভিনেতা সোনু সুদ। দেশ জুড়ে করোনা আতঙ্কের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন ‘রবিনহুড’। তার সেই মহৎ কাজকেই এবার বিশেষ সন্মান জানালো ভারতের অন্যতম বিমান সংস্থা স্পাইসজেট। আর এর মাধ্যমে সোনু সুদ গড়ে ফেললেন একটি নতুন রেকর্ড। তিনি ভারতের প্রথম বলিউড অভিনেতা যাকে দেওয়া হলো এই বিরল সন্মান।

লকডাউনের সময় গরিব অসহায় মানুষদের সাহায্য করে তিনি হয়ে উঠেছিলেন ঈশ্বরের দূত। তাই স্পাইসজেট তাদের একটি বিমানের গায়ে ছবি এঁকে লিখেছেন ত্রাতা সোনু সুদকে আমরা স্যালুট জানাই।আর সেই বিমানের ছবি সোনু সুদ নিজের টুইটার একাউন্টে শেয়ার করেছেন অভিনেতা।

ক্যাপশনে তিনি লেখেন ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। স্পাইসজেটের পক্ষ থেকে এটি সত্যিই খুব মিষ্টি একটি পদক্ষেপ। আর আমি সত্যিই এমন উপহার পেয়ে খুব খুশি। আমি আশা করি এভাবেই সকলকে আমি গর্বিত করতে পারব। আমি স্পাইসজেটের প্রতিও কৃতজ্ঞ থাকব কারণ তারাও বহু ভারতীয়কে মহামারীর সময়ে দেশে ফিরিয়ে এনেছে।’

এরকম এক গর্ব করার মতো ঘটনা দেখে সোনু যেন চলে গিয়েছেন সেই পুরোনো দিনের স্মৃতিতে। যে সময় তিনি পাঞ্জাবের মগা থেকে তিনি মুম্বাই এসেছিলেন অভিনেতা হওয়ার জন্য। আর সেই সময় তার ট্রেনের টিকিট কাটার ছিলোনা সামর্থ্য। আর সেই সময় একমাত্র তার পাশে ছিলেন তার বাবা -মা। তবে ছেলের এই সাফল্যের চেহারা সোনুর বাবা -মা দেখে যেতে পারেননি। তাই সোনু ক্যাপশনে লিখেছেন ‘ভালবাসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। মা ও বাবা, তোমাদের কথা মনে পড়ছে।’

Back to top button