আবেদনময়ী পোশাকে লাস্যময়ী অভিনেত্রী সোনাক্ষী, ছবি দেখে ঘুম উড়েছে নেটিজেনদের

ভাইজান সলমান খানের ‘দাবাং’ সিনেমা দিয়ে অভিনয়ের পথ শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা। ৩৫ বছরের অভিনেত্রী যেন এখন ভরা যৌবনের আনন্দ নিচ্ছেন। সম্প্রতি আবারো লাস্যময়ী লুকের ফটো শেয়ার করে ভাইরাল হলেন অভিনেত্রী সোনাক্ষী।
ফটোতে অভিনেত্রীকে কালো রঙের চকমকি শাড়িতে দেখা গেছে। সাথে কালো রঙের ডিপ নেক কাট ব্লাউজ ছিল যার মধ্যে নেটের কাজ করা। শুধু তাই নয় মানানসয়ী মেকআপ, খোলা চুল ও হাই হিলসে চোখের পলক ফেরাবার নয়।
সাথেই কেউ কেউ লিখেছেন -‘যেন সাক্ষাৎ চাঁদের দেখা পেলাম’। আবার কেউ লিখেছেন -‘খুব হট ও উষ্ণতায় পরিপূর্ণ লাগছে’। আবার অনেকেই বিতর্কিত কমেন্ট করেছেন। সম্প্রতি অভিনেত্রী সোনাক্ষী সিনহা লাল শাড়িতে ফটো দিয়েছিলেন। সেই লুক অনুরাগীদের ব্যাপক পছন্দ হয়।
জানা গেছে ‘Hari Hara Veera Mallu’ নামের তেলেগু সিনেমায় ডেবিউ করবেন অভিনেত্রী। ৩০সে মার্চ এই সিনেমাটি মুক্তি পাবে।