নতুন লুকে ধ্রুব-তন্বী, ট্রেন্ডিং গানে নেচে ভক্তদের মুগ্ধ করলেন ‘মিঠাই’-এর সোম-তোর্সা, ভাইরাল ভিডিও

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛মিঠাই’। প্রথম দিন থেকেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। জি বাংলার পর্দায় জনপ্রিয় এই সিরিয়ালকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। টিআরপি তালিকায় ‘মিঠাই’ কাম ব্যাক করেছে। প্রথম তিনে দেখা না গেলেও প্রথম দশে রয়েছে এই সিরিয়াল। এই সিরিয়ালে প্রধান চরিত্রের পাশাপাশি অন্যান্য চরিত্র গুলিও বেশ জনপ্রিয় দর্শকদের কাছে। আর তেমনই দুটি চরিত্র হল সোম-তোর্সা।
ধারাবাহিকে সিডের দাদা ও বৌদির চরিত্রে দেখা যাচ্ছে তাদের। সোমের চরিত্রে অভিনয় করছেন ধ্রুব সরকার। আর তোর্সার চরিত্রে অভিনয় করছেন তন্বী লাহা রায়। ধারাবাহিকে স্ত্রী তোর্সার সঙ্গে সোমের সম্পর্ক তেমন একটা ভালো নয়। তবে বাস্তবে তোর্সা ওরফে তন্বীর সঙ্গে ধ্রুবর সম্পর্ক কিন্তু একেবারে বন্ধুর মতো। সম্প্রতি এবার ‘মিঠাই’ ধারাবাহিকের এই জুটিকে দেখা গেল একসঙ্গে রিল ভিডিও করতে।
তাদের দুজনকেই দেখা যাচ্ছে মিঠাই ধারাবাহিকের লুকে। ট্রেন্ডিং গানে তারা পা মিলিয়েছেন দুজনেই। সোমের পরণে রয়েছে ফ্লোরাল ডিজাইনের প্রিন্টেড শার্ট। মাথায় টুপি ও চোখে সানগ্লাস। আর তোর্সার পরণে রয়েছে কালো রঙের বডিকর্ন, চোখে সানগ্লাস ও পায়ে হান্টার সু। সম্প্রতি ধ্রুব নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন।
ভিডিওটি শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন। কেউ লিখেছেন ‛অন ফায়ার’। আবার কেউ লিখেছেন ‛সুন্দর’।