বিনোদন

‘বালুরঘাট থেকে সোজা বার’! পায়েলের ছবিতে কটাক্ষ; কড়া ভাষায় ভাষায় জবাব দিলেন ফ্যানেরা

বাংলা সিনেমা জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পায়েল সরকার। ধীরে ধীরে তার জেল্লা, হটনেস বেড়েই চলেছে। যাক গে গ্রাম্য জয়িতাকে মনে আছে? যে কলকাতায় এসে কলকাতার কোনো মানুষকেই বিশ্বাস করতে পারছিলো না। কলকাতায় এসে দেখা হয় অভীকের সাথে প্রথমে তাকেও বিশ্বাস করতে পারে না বিশ্বাস করতে ইতস্তত বোধ হচ্ছিলো। শেষে বিশ্বাস করেই ফেলে এবং তার প্রেমে পরে যায়। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার সেই পায়েল সরকার। গ্রামের সেই সহজ সরল মেয়েটি আর গ্রাম্য নেই। নিজেকে ছাঁচে ফেলে নতুনভাবে গড়ে তুলেছে। তার সিনেমার চরিত্রেও অনেক বদল ঘটেছে। আর এখন পায়েল সরকার টলিউডের একজন হট অ্যান্ড সেক্সি অভিনেত্রী।

পায়েল সরকারের বয়িস ৩৬ কিন্তু দেখলে মনে হয় যেন ২২ এর যুবতী। তবে তার বয়স যতই বাড়ছে ততোই আকর্ষণীয় হয়ে উঠছেন পায়েল সরকার। শুধু নিজের সৌন্দর্য নয় অভিনয়ের মাধ্যমেও সকলকে ঘায়েল করেছেন অভিনেত্রী। সিনেমা ছেড়ে এখন ওয়েব সিরিজেও বেশ প্রশংসনীয় অভিনেত্রী। লকডাউনের পর থেকেই পেজ থ্রির শিরোনামে রয়েছেন পায়েল সরকার। তার নতুন নতুন স্টাইল আর পোশাক মানুষকে জাস্ট ঘায়েল করে দিচ্ছে।

অভিনেত্রীর বিজেপিতে যোগদান ও নির্বাচনে না জেতার কারণে অনেকের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল সেই সময় । পরাজিত হওয়ার পর বিজেপি নেতা তথাগত রায় পায়েলকে ‘নগরনটি’ বলেছেন। আর এও বলেন যে বিজেপির হারের জন্য নাকি তারাই দায়ী। তখন তথাগত রায়ের এই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন পায়েল। এবার বহুদিন পর অভিনেত্রীকে আবার দেখা যাবে পর্দায়। সপ্তস্ব বসুর ‘জতুগৃহ’ ফিল্মে অভিনয় করছেন পায়েল। সপ্তাশ্ব জানিয়েছেন, ‘জতুগৃহ’-এর এই চরিত্রের জন্য পায়েল পারফেক্ট। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ‘জতুগৃহ’ সিনেমার পোস্টার প্রকাশ পেয়েছে।

এদিকে অভিনেত্রী অনেকদিন পর আবার সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হলেন।সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে তাকে একটি বারের সামনে পোজ দিতে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই মুহূতের্তেই ভাইরাল হয়ে যায়। আর সেই ছবির নিচে নেটিজেন কটাক্ষ করে লেখেন ‘বালুরঘাট থেকে সোজা বার’! জবাবে পায়েলের এক ফ্যানেরা লেখেন যেখান থেকে ইচ্ছে ছবির জন্য পোজ দিতে পারে! আপনার কী? যদিও এর উত্তর দিতে দেখা যায়নি ওই নেটিজেনকে ।

 

View this post on Instagram

 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar)

Back to top button