সিঁথির ফাঁকে উঁকি দিচ্ছে সিঁদুর, কার জন্য এমন সাজ রাধিকার! দেখুন ভিডিও

বাংলা ধারাবাহিকের একজন জনপ্রিয় অভিনেত্রী হল স্বস্তিকা দত্ত। ধারাবাহিকে অভিনয় করে বহু দর্শকের মন জয় করেন। ‘পারবোনা আমি ছাড়তে তোকে’ এই সিনেমার পাশ্ববর্তী চরিত্রের মাধ্যমে বাংলা টেলিভিশন জগতে পা রাখেন। এরপর ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় স্বস্তিকা দত্তকে। ২০১৭ সালে ‘ভজ গোবিন্দ’ সিরিয়ালে তিনি মূল নায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রিয় হয়ে ওঠেন। তার প্রথম ধারাবাহিক টেলিভিশন জগতে হিট হয়।
অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অভিনেত্রী। বর্তমানে জী বাংলায় ‘কি করে বলবো তোমায়’ জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী। তার এই গল্পও বক্সঅফিসে বেশ হিট। এই গল্পে প্রথমে দেখানো হয় অফিসের বস অর্থাৎ কর্ণ অফিসের এক কর্মচারীর ওরফে রাধিকার প্রেমে পড়েন। রাধিকাও ভালোবেসে ফেললেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনা।দু’জনের প্রেম, ভালোবাসা, ঝগড়া, অভিমানের সমস্ত দৃশ্য দর্শকদের বেশ আকর্ষণ করে।
রিল লাইফে তাদের প্রেম হিট হলেও রিয়েল লতিফ তারা কিন্তু প্রেমিক প্রেমিকা নন। বাস্তব জীবনে কর্ণ আর রাধিকা অন্য মানুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। টেলিভিশনের সকলের প্রিয় রাধিকা সারেগামাপা খ্যাত শোভনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। টেলিভিশন জগতে তাদের প্রেম জমে ক্ষির। এতদিন তাদের প্রেম নিয়ে মুখ না খুললেও সম্প্রতি তারা সম্পর্কের কথা সকলের সামনে নিয়ে আসেন।
কিছুদিন আগেই জী বাংলায় সোনার সংসার অ্যায়ার্ড শোতে রাধিকা সেরা বৌয়ের তকমা জিতে নেয়। এর সাথে সাথেই সেরা জুটির তকমাও জিতে নেয় ‘কী করে বলব তোমায়’-এর রাধিকা কর্ণ। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা বেশ সক্রিয় থাকেন। প্রেম হোক কিংবা কাজ নানান আপডেট দেন নিজের ইন্সটাগ্রাম পোস্টে।এবারে অভিনেত্রী নিজের নতুন রিল ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। লাল পাড় সাদা শাড়ি পড়ে সাথে সোনার গহনা আর সুন্দর করে চুলের খোপা করে বেঁধে এ মন সখী কেন এত চঞ্চল গানে রিল ভিডিও করলেন। অভিনেত্রীর মুখের হাসি দেখে অনেকে ফিদা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অভিনেত্রীর এই পোস্ট।
View this post on Instagram