জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত কায়দায় নাচ সিড-মিঠাই কন্যা মিষ্টির, ভাইরাল ভিডিও

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে একটি হল ‛মিঠাই’। প্রথম দিন থেকেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে এই সিরিয়ালটি। একটা সময় টানা ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা ধরে রেখেছিল এই সিরিয়াল। মিঠাই মারা যাওয়ার পর থেকে মোদক পরিবারের একেবারে ছন্নছাড়া অবস্থা হয়েছিল। মাঝে মিঠাইয়ের মতো দেখতে মিঠি আসায় অনেক কিছুই আবার ঘটতে থাকে মোদক পরিবারে।
এরই মাঝে আবার হাজির হয়েছে মিঠাই। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বর্তমানে মিঠাইকে ফিরে পেয়েছে সিড। সে যে আসলে মরেনি তা প্রমাণ হয়েছে। যদিও সে স্মৃতি হারিয়েছে। এখন সে তার উচ্ছে বাবুকেও চিনতে পারছে না। ধারাবাহিকে একদিকে যেমন মিঠাইয়ের ছেলে রয়েছে শাক্য তেমনই রয়েছে তাদের মেয়ে। তার নাম মিষ্টি।
আর এই মিষ্টির চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি। পর্দায় তার মিষ্টি অভিনয় ইতিমধ্যেই মনজয় করে নিয়েছে সকলের। শুধু কি তাই অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ এই খুদে অভিনেত্রী। সম্প্রতি এবার তাকে ‛Taarif Karoon’ গানে নাচতে দেখা যাচ্ছে। পরণে রয়েছে টুকটুকে লাল রঙের ফ্রক। পায়ে জুতো।
গানের সঙ্গে লিপসিং করে তাকে নাচতে দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন যে, ‛সো কিউট’। আবার কেউ লিখেছেন ‛রাতপরী’।